Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

অ্যাডঃ কামাল উদ্দিন সেলিম কারামুক্ত হওয়ায় আইনজীবি ফোরামের সংবর্ধনা

প্রেস বিজ্ঞপ্তি ॥ জেলা বিএনপি‘র যুগ্ম সাধারণ সম্পাদক, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয়  যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক কেন্দ্রীয় কমিটির (সিলেট বিভাগ) এর সহ-সাংগঠনিক সম্পাদক, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও হবিগঞ্জ বারের বিশিষ্ট আইনজীবি অ্যাডভোকেট কামাল উদ্দিন আহম্মেদ সেলিম কারামুক্ত হওয়ায় তাকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছে আইজীবি ফোরাম। গতকাল মঙ্গলবার দুপুর ২টায় ফৌজদারী শাখার ২য় তলায় আইনজীবি ফোরামের সভাপতি অ্যাডভোকেট সামছু মিয়া চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আইনজীবি সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট খালিকুজ্জামান চৌধুরী। আইনজীবি ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রমিজ আলীর পরিচালনায় বক্তব্য রাখেন, অ্যাডঃ হাবিবুর রহমান চৌধুরী. অ্যাডঃ ফয়সল আহমেদ চৌধুরী, সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডঃ প্রফেসার আজমান আলী ও এডঃ খালিকুজ্জামান চৌধুরী প্রমূখ।
এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক অ্যাডঃ মঞ্জুর উদ্দিন আহমেদ শাহিন, আইনজীবি সমিতির সাবেক সধারণ  সম্পাদক সালেহ উদ্দিন আহম্মেদ, সমিতির সাবেক সাধারণ সম্পাদক বদরু মিয়া বদরু, সুফি মিয়া, আছকির মিয়া, জমসেদ আলী, মুদ্দত আলী, আব্দুল হাই, আবুল ফজল, আজিজুর রহমান আজিজ, কবির, মুজাম্মেল হক লিটন, আইয়ূব আল আনছারী, সেলিনা সুলতানা, ফাতেমা ইয়াছমিন, এম এ মজিদ, মহিবুর রহমান বাহার, ইলিয়াছ আহাম্মেদ, সৈয়দ মোজাম্মিল আলী, সৈয়দ মোফাচ্ছির আলী, আছকির, ফারুক, আহাদ আলী মীর, এ জে জলাল আহমেদ, মিজানুর রহমান খোকন, শরফুল হুদা চৌধুরী খোকন, আব্দুর রহিম, কুতুব উদ্দিন জুয়েল, রুনা, ইয়ারুল ইসলাম, মিনহাজ উদ্দিন মিজু সহ শতাধিক  আইনজীবি। প্রধান অতিথির বক্তব্যে খালিকুজ্জামান চৌধুরী বলেন, গুম করে খুন করার চেষ্টায় ব্যর্থ হয়ে ষড়যন্ত্রমূলক ভাবে অ্যাড ঃ কামাল উদ্দিন সেলিমকে মিথ্যা মামলায় অন্তভর্ূূক্ত করা হয়েছে। সে হবিগঞ্জের একজন স্বনামধন্য আইনজীবি। তিনি কেন্দ্রীয় বিএনপি‘র যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ সহ হবিগঞ্জের সকল রাজবন্দিদের মুুক্তির দাবি জানান। এর আগে অ্যাডভোকেট আব্দুল্লাহ‘র মৃত্যুতে শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।