Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জ উপজেলা আল ইসলাহ কাউন্সিল ॥ ছবুর সভাপতি, সজ্জাদুর সম্পাদক

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র মহাসচিব জননেতা অধ্যক্ষ মাওঃ এ.কে.এম. মনোওর আলী বলেন-আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়া’র নেতা-কর্মীরা দলীয় কাজ কোরআন সুন্নাহ এর আলোকে করতে হবে এবং আমাদের পীর ও মুরশিদ শামসুল উলামা হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.) আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়ার প্রতিষ্ঠাতা লগ্ন থেকে আল্লাহ ও তার রাসূল (সা.) ও সাহাবা কেরামের পথ অনুসরণ করে যাচ্ছেন। তিনি গতকাল মঙ্গলবার বিকাল ২টায় বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ নবীগঞ্জ উপজেলা আহবায়ক কমিটি কর্তৃক আয়োজিত কাউন্সিলে প্রধান অতিথির বক্তৃতায় উপরোক্ত কথাগুলো বলেন। উপজেলা বিদায়ী আহবায়ক মাওঃ আব্দুর রহিম চৌধুরীর সভাপতিত্বে ও বিদায়ী সদস্য সচিব আলহাজ্ব গোলাম কিবরিয়া চৌধুরীর পরিচালনায় শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন-ক্বারী মোঃ আব্দুন নূর, নাতে রাসূল পরিবেশন করেন- নবীগঞ্জ উপজেলা তালামীয সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মন্নান। উক্ত কাউন্সিল অনুষ্ঠানে নির্বাচন কমিশনার হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাওঃ মঈনুল ইসলাম পারভেজ, সহকারী নির্বাচন কমিশনার ছিলেন-মৌলভীবাজার জেলা সভাপতি উপাধ্যক্ষ মাওঃ শামসুল ইসলাম কেন্দ্রীয় সদস্য অধ্যক্ষ মাওঃ এম. এ. নূর, হবিগঞ্জ জেলা সহ-সভাপতি মুফতি মাওঃ ফরিদ উদ্দিন আহমদ, সহ-সভাপতি আলহাজ্ব কাজী মাওঃ এম. হাসান আলী, শাহ আহমদ আলী, সাংগঠনিক সম্পাদক কাজী মাওঃ আব্দুল আলীম। আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- হবিগঞ্জ জেলা তালামীযের সভাপতি মোঃ লিয়াকত আলী তালুকদার, সহ-সভাপতি মোঃ আব্দুল মুহিত রাসেল, শিক্ষা সাংস্কৃতিক সম্পাদক মোঃ আবু সুফিয়ান, নবীগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মন্নান ও অর্থ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম শিপন প্রমুখ। প্রধান অতিথি বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ মহা সচিব অধ্যক্ষ মাওঃ এ. কে. এম মনোওর আলী নবীগঞ্জ উপজেলা আল ইসলাহ ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন। সভাপতি মাওঃ এম. এ. ছবুর, সহ-সভাপতি হাজী ছহুল আমীন, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাওঃ সজ্জাদুর রহমান, সহ-সাধারণ সম্পাদক কাজী মাওঃ গোলজার আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওঃ এইচ. এম. মুজির উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক ক্বারী আব্দুন নূর, অর্থ-সম্পাদক মাওঃ আজাদুর রহমান, প্রচার সম্পাদক হাফিজ মিজানুর রহমান, সহ-প্রচার সম্পাদক কাজী মাওঃ মাহমুদুল বাছিত ইসকন্দর, প্রশিক্ষণ সম্পাদক মাওঃ আব্দুল বারি, সহ-প্রশিক্ষণ সম্পাদক মাওঃ আব্দুস সালাম, অফিস সম্পাদক ক্বারী ফিরোজ আহমদ, সমাজ কল্যাণ সম্পাদক হাজী আব্দুর রউফ, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক হাজী নসিরুল ইসলাম, সহ-শিক্ষা সাংস্কৃতিক সম্পাদক হাজী আব্দুল মন্নান, সদস্য শামীম আহমদ, হাফিজ মোঃ মিজানুর রহমান, ডাঃ মুহিবুর রহমান, জাবেদ আহমেদ চৌধুরী, ডাঃ এম. এ. রেজা, ডাঃ সাজ্জাদুর রহমান।