Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

জাতীয় বিশ্ববিদ্যালয়ের খামখেয়ালীপনার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

প্রেস বিজ্ঞপ্তি ॥ জাতীয় বিশ্ববিদ্যালয়ের খামখেয়ালীপনার কারণে অনার্স ১মবর্ষের ফলাফল পূণঃমূল্যায়ন, ১টি বিষয়ে কৃতকার্য হলে পরবর্তী বর্ষে উত্তীর্ণ দেয়া, গ্রেডিং পদ্ধতির পরিপূরক আয়োজন সম্পন্ন, শিক্ষক সংকট নিরসন, দুঃসহ সেশনজট সহ অব্যবস্থাপনা নিরসনের দাবিতে গতকাল মানববন্ধন করেছে বৃন্দাবন কলেজেরে শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় দুর্জয় হবিগঞ্জের পাদদেশে মানববন্ধন অনুষ্ঠিত হয়। শিক্ষার্থী মাহমুদা খাঁ’র সভাপতিত্বে এবং শাখাওয়াত হোসেন সেতুর সঞ্চালনায় বক্তব্য রাখেন শিক্ষার্থী মোঃ আব্দুল হাকিম, শফিকুল ইসলাম, সামরিনা নওশীন দীনা, মোঃ আব্দুল রাকিব, খলিলুর রহমান, কামরুজ্জামান রুবেল, প্রভাত বৈষ্ণব, সিফাত জাহান জেসি, তৈয়বুর রহমান, নাজমুল হাসান, আব্দুল আউয়াল, অনুপম, শেখ তানভীর প্রমুখ। সভায় বক্তাগণ উক্ত দাবীগুলো অনতিবিলম্বে বাস্তবায়নের পদক্ষেপ গ্রহণের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভি.সি’র প্রতি আহবান জানান। অন্যথায় দাবি বাস্তবায়নে কালবিলম্বে করলে সমগ্র ছাত্রসমাজকে নিয়ে গণদুর্বার আন্দোলন করার ঘোষণা দেন বক্তারা।