Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চুনারুঘাটে দু’শিক্ষকের বিরুদ্ধে সংবাদ প্রকাশিত হওয়ায় শিক্ষকদের প্রতিবাদ সভা

প্রেস বিজ্ঞপ্তি ॥ গতকাল মঙ্গলবার বিকালে উপজেলা শহীদ মিনারে হাজী জহুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহেরর সভাপতিত্বে সদ্য জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় গত ২৪ মার্চ হবিগঞ্জের দৈনিক এক্সপ্রেস পত্রিকায় প্রকাশিত দুইজন প্রধান শিক্ষককে জড়িয়ে অর্থ আত্মসাতের যে সংবাদ ছাপানো হয়েছে তার প্রতিবাদ ও নিন্দা জানান বক্তারা। এসময় তারা বলেন, চুনারুঘাটে টাইমস্কেলের নামে ও উপজেলা শিক্ষা অফিসারের নাম ভাঙ্গিয়ে কোন টাকা অত্র উপজেলায় উত্তোলন বা আদায় করা হয়নি। কিন্তু একটি কুচক্রী মহল শিক্ষকগণের নামে মিথ্যা বানোয়াট তথ্য প্রকাশ, বিভিন্ন শিক্ষকগণের ব্যক্তিগত ও সামাজিক মর্যাদা নষ্টের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এসময় তারা এহেন গর্হিত সংবাদ প্রচার থেকে বিরত থাকার জন্য সকল সংবাদ মাধ্যমগুলোকে আহ্বান জানানো হয়। উক্ত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন কবিলাশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক যতাক্রমে আমীর হোসেন, এম কে আনোয়ার, মোঃ ছুরত আলী, আঃ হাই মজুমদার, শফিকুর রহমান, সুজিত চন্দ্র দেব, এ কে ফজলুল হক, আনোয়ার আলী, আঃ জাহির, জাহানারা আক্তার চৌধুরী, নূরুল ইসলাম, শামছুল হক, কবির মিয়া, আব্দুস শুকুর, আফরোজ মিয়া, আব্দুল হক, আব্দুল জাহির, নূরুল আমীন, নজরুল ইসলাম, শরদিন্দু বিকাশ দেব, জিতেন্দ্র চন্দ্র নাথ, শায়েরা খাতুন, সৈয়দ মিয়া, অজিত দেব, সহকারী শিক্ষক লুৎফুর রহমান, আব্দুল মালেক, আঃ আওয়াল, স্বদেশ রঞ্জন দেব, ফারুক মিয়া, আঃ হাই তরফদার, আঃ হাই, এখলাছ মিয়া, মুজাহিদুল ইসলাম, ছেরাগ আলী, নীতিন্দ্র চন্দ্র দেব প্রমুখ।