Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচংয়ে ভূয়া ভূমিহীন সেজে সরকারি সম্পত্তি বন্দোবস্ত নিয়েছেন ধনাঢ্য মহিলা!

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে ভূয়া ভূমিহীন সেজে সরকারি খাস ভূমি বন্দোবস্ত নিলেন দক্ষিণ নন্দীপাড়া মহল্লার সৌদি আরব প্রবাসী আবদুছ ছালামের স্ত্রী নেহার বেগম। ধনাঢ্য নেহার বেগমের নামে সরকারি সম্পত্তি বন্দোবস্ত দেয়ার ঘটনা স্থানীয়দের মাঝে জানাজানি হলে উত্তেজনা বিরাজ করছে। বন্দোবস্ত বাতিলের দাবিতে একই এলাকার প্রকৃত ভূমিহীন দাবিদার সুলতান মিয়ার স্ত্রী শিরিনা আক্তার গত ১৫ মার্চ প্রমাণাদীসহ লিখিত অভিযোগ করেছেন হবিগঞ্জ জেলা প্রশাসক ও বানিয়াচং সহকারী কশিনার (ভূমি) বরাবর। অভিযোগপত্রে বলা হয়, ২০০০ সনে পুরানবাগ মৌজার ৭৭০ নং দাগের খাস খতিয়ানের খালকে চারাভূমি দেখিয়ে ৯শতক ভূমি বন্দোবস্ত নেন নেহার বেগম। অথচ স্বামী আবদুছ ছালাম ও নেহার বেগমের যৌথনামে তাদের বসতবাড়িতে রয়েছে বিলাস বহুল পাকাঘর। এছাড়া স্থানীয় বড়বাজারে প্রতিষ্ঠিত কাপড়ের ব্যবসা। ব্যবসাটি পরিচালনা করেন তার দু’ছেলে। হাওরে রয়েছে আবাদ যোগ্য প্রচুর বোরো ও আমন ধানের জমি। এসব সম্পত্তির মূল্যে প্রায় অর্ধকোটি টাকার ওপরে।