Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বাহুবলে ট্রাকে নাশকতার আগুন জামায়াত আমীরসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা ॥ গ্রেফতার ১

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে ট্রাক পোড়ানোর ঘটনায় উপজেলা জামায়াতের আমীর কাজী আব্দুর রউফ বাহারসহ বিএনপি-জামায়াত ও শিবিরের ১৮ জনকে আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আটককৃত ব্যক্তি উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের বড়গাঁও গ্রামের মৃত ছোয়াব খার ছেলে আফজল খাঁ (৫০)। গতকাল সোমবার দুপুরে বাহুবল মডেল থানার এসআই আজিজুর রহমান নাঈম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
রোববার রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার মিরপুরস্থ তিতারকোণা পেট্রল পাম্পে একটি কোমল পানীয়বাহী ট্রাকে দুর্বৃত্তরা অগ্নি সংযোগ করে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রবিবার রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার মিরপুরের তিতারকোণা নামক স্থানে পেট্রল পাম্পের নিকট পেট্রল ঢেলে একটি ট্রকে আগুন দেয় দুর্র্বৃত্তরা। কুমিল্লা থেকে কোকাকোলা কোম্পানির পানীয় বোঝাই ট্রাকটি মৌলভীবাজার যাচ্ছিল। এ সময় চালক উল্লেখিত পাম্পে ট্রাকটি দাঁড় করে হেলপারকে রেখে মিরপুর বাজারে রাতের খাবার খেতে যান। এ অবস্থায় দুর্র্বৃত্তরা হেলপারকে ভয়-ভীতি দেখিয়ে গাড়ি থেকে নামিয়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে ট্রাকটি সম্পূর্ণ ভস্মিভূত হয়।
বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন জানান, উল্লেখিত ঘটনার সাথে জড়িত সন্দেহে একজনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।