Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শ্যামারগাঁও গ্রামে গরুর ধান খাওয়া নিয়ে সংঘর্ষে আহত অর্ধশতাধিক

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের সীমান্তবর্তী জগন্নাথপুর থানার শ্যামারগাওঁ গ্রামে গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে গতকাল সোমবার সকালে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে মহিলা, শিশুসহ প্রায় অর্ধশতাধিক লোক আহত হয়েছে। গুরুতর আহত ১২ জনকে সিলেট ও বাকী আহতদের নবীগঞ্জ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, গত রবিবার বিকালে শ্যামারগাঁও গ্রামের ওয়াহাব উল্লার একটি গরু সাদির মিয়ার জমির ধান খেয়ে ক্ষতি করে। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে সাদিকের ছেলে মাজুম মিয়াকে ওয়াহাব উল্লার লোকজন মারপিট করে। গুরুতর আহত অবস্থায় মাজুম মিয়াকে সিলেট ওসমানী মেডিকেলে ভর্তি করানো হয়। এ ঘটনার জের ধরে গতকাল সোমবার সকালে উভয় পক্ষ পূর্ব প্রস্তুতি নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। প্রায় দু’ঘন্টা ব্যাপী এ সংঘর্ষে মহিলা, শিশুসহ উভয় পক্ষের প্রায় অর্ধশতাধিক লোক আহত হয়। পরে স্থানীয় লোকজনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। সংঘর্ষে গুরুতর আহত রুহেল মিয়া (২২), মকদ্দুছ মিয়া (৫০), মিশু মিয়া (২৫), মামুন মিয়া (১৮), বশর মিয়া (৪০), দুুদু মিয়া (৩৫), লিবাছ মিয়া (৪৫), জামিল মিয়া (১৭), জাহিনুর মিয়া (১৮), চান মিয়া (৪০), তাহের উদ্দিন (৪০) ও সুমন মিয়া (১৮)কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকী আহতদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।