Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

স্বাধীনতার ৪৪ বছরেও স্বীকৃতি পাওয়া গেলনা

স্টাফ রিপোর্টার ॥ স্বাধীনতার ৪৪ বছর পরেও নবীগঞ্জ উপজেলার গাবদেব হাজী বাড়ি মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতি পায়নি। অথচ ১৯৭১ সালে ২০০/২৫০ মুক্তিযোদ্ধা ওই বাড়িতে ক্যাম্প স্থাপন করে বিভিন্ন অপারেশন পরিচালনা করেন। বাড়ির গৃহবধূসহ অন্যান্য সদস্যরা জীবনের ঝুকি নিয়ে মুক্তিযোদ্ধাদের খাবার সংগ্রহ, রান্নাবান্নাসহ সেবাদান করেন। সেবাদানকারী সদস্যের মধ্যে বেঁেচ আছেন ওই বাড়ির গৃহবধূ ছালেহা বেগম। সম্প্রতি তিনি মুক্তিযোদ্ধা হবিগঞ্জ জেলা ইউনিট কমান্ডের নিকট দেয়া এক আবেদনে জানান, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে সাব সেক্টর কমান্ডার দেওয়ান মাহবুবুর রব সাদীর নেতৃত্বাধীন কমান্ডার আব্দুর রশীদের অধীন ২০০/২৫০ মুক্তিযোদ্ধা তাদের বাড়িতে অবস্থান নেয়। তারা ওই বাড়িতে অস্থায়ী ক্যাম্প স্থাপন করেন। ছালেহার পরিবারের সদস্যরা প্রায় দেড় মাস ওই মুক্তিযোদ্ধাদের খাবার সরবরাহসহ অন্যান্য সেবা প্রদান করেন। কিন্তু তিনি দুঃখ প্রকাশ করে তিনি বলেন, স্বাধীনতার ৪৪ বছর অতিবাহিত হলেও তারা কোন স্বীকৃতি পাননি। বৃদ্ধা ছালেহা বেগম মৃত্যুর পূর্বে তার অবদানের স্মীকৃতি দেখে যেতে চান। তার আবেদনটি সুপারিশসহ মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ প্রকল্পের পরিচালক বরাবরে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।