Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বেকারত্ত্ব দূর করতে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের দাবী-এমপি কেয়ার

স্টাফ রিপোর্টার ॥ গতকাল জাতীয় সংসদে ২৭৫১ তারকা চিহ্নিত সম্পূরক প্রশ্নে, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশারফ হোসেনকে জিজ্ঞাসা করে সংরক্ষিত এমপি আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী বলেন, “বিশ্বের শ্রম বাজারের দক্ষ জনশক্তির চাহিদার প্রেক্ষিতে এবং দেশের বেকারত্ব নিরসনের লক্ষে শেখ হাসিনা সরকার যুগান্তকারী অনেক পদক্ষেপ গ্রহন করলেও বাহুবল-নবীগঞ্জে অবস্থিত বিবিয়ানা এবং রশিদপুর গ্যাস ফিল্ডে দেশি-বিদেশি হাজার মানুষের চাকরি হলেও শুধু মাত্র কারিগরী শিক্ষার অভাবের অযুহাত দেখিয়ে নবীগঞ্জ-বাহুবলের স্থানীয় যুবক ভাই-বোনদের চাকরি দেওয়া হয়না। এ দুঃখজনক অবস্থা দূর করতে, অগ্রাধিকার ভিত্তিতে নবীগঞ্জ এবং বাহুবলে বেকার যুবক ভাই-বোনদের দেশে-বিদেশে কর্মসংস্থানের লক্ষে, দক্ষতা উন্নয়নে দুই উপজেলায় দুটি কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান বা কারিগরী প্রশিক্ষন কেন্দ্র স্থাপিত করা হবে কিনা জানতে চান। প্রতি উত্তরে, মন্ত্রী বলেন, সাংসদ আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীর প্রশ্নটি অত্যন্ত প্রাসঙ্গিক। সকল জেলায়-উপজেলায় কারিগরী প্রশিক্ষন কেন্দ্র স্থাপন করার পরিকল্পনা সরকার রয়েছে। তবে সংসদ সদস্যের দায়িত্বপ্রাপ্ত এ দুটি উপজেলায় কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান ও প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের বিষয়টি অবশ্যই অগ্রাধিকার দিয়ে দেখা হবে।