Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শচীন্দ্র কলেজে হৃদয়-সদয় শিক্ষা ফাউন্ডেশনের বৃত্তি প্রদান

প্রেস বিজ্ঞপ্তি ॥ প্রতি বছরের ন্যায় এবারও হৃদয়-সদয় শিক্ষা ফাউন্ডেশনের পক্ষ থেকে শচীন্দ্র কলেজে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি ও ক্রেস্ট প্রদান করা হয়েছে। গত শনিবার কলেজের ছাত্রমিলতায়নে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ এসকে ফরাস উদ্দিন আহমেদ শরীফীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট দানবীর ও শিক্ষানুরাগী শচীন্দ্র লাল সরকার। হৃদয়-সদয় শিক্ষা ফাউন্ডেশনের সদস্য সচিব প্রমথ সরকারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পৌর কমিশনার ফাউন্ডশনের সদস্য আলহাজ্ব উসমান গণি। সভায় কলেজ গভর্নিং পক্ষ থেকে বক্তব্য রাখেন, রাখাল চন্দ্র দাশ, মোঃ আব্দাল হোসেন তরফদার। অনুষ্ঠানে শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন, রঞ্জিত দাস, বিষ্ণু চন্দ্র পাল, লফিত হোসেন, মোছাঃ তাহমুদা বেগম, দেবল কুমার চৌধুরী, মোঃ তুরিকুল ইসলাম হারুন। এতে শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, হাসান আহমদ, আবু হানিফা, স্বর্ণা দাশ কেয়া। আলোচনা সভা শেষে হৃদয়-সদয় শিক্ষা ফাউন্ডেশনের পক্ষ থেকে এ বছর ২৪ জন শিক্ষার্থীর মাঝে নগদ অর্থ ও ক্রেস্ট প্রদান করা হয়।