Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কে সিএনজির অতিরিক্ত ভাড়া আদায় ॥ ব্যবস্থা নেয়ার আশ্বাস

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ-চুনারুঘাট সড়কে অতিরিক্ত ভাড়া আদায় করছে সিএনজি অটোরিক্সার চালকরা। এ নিয়ে যাত্রীদের সাথে বাকবিতন্ডাসহ হাতাহাতির ঘটনা ঘটছে।
জানা যায়, হবিগঞ্জ থেকে শায়েস্তাগঞ্জ রেল স্টেশনে ২০ টাকা ভাড়া, নতুন ব্রীজ পর্যন্ত ২৫ টাকা, নতুন ব্রীজ থেকে চুনারুঘাট পর্যন্ত ১৫ টাকা। সমিতির নিয়মানুযায়ী রাত ১২টার পর থেকে অতিরিক্ত ৫ টাকা করে নেয়ার কথা থাকলেও সরজমিন দেখা গেছে এর উল্টো চিত্র। রাত ৯টার পর থেকে এক শ্রেনীর চালকরা যাত্রীদেরকে জিম্মি করে অতিরিক্ত টাকা ভাড়া আদায় করছে। অতিরিক্ত টাকা না দিলে যাত্রীদের সাথে চালকরা দুব্যর্বহার করছে। কোনো কোনো ক্ষেত্রে হাতাহাতিতেও লিপ্ত হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুুক কয়েকজন যাত্রী জানান, সিএনজি চালকরা ওই সড়কে ভাড়ার ক্ষেত্রে রীতিমত নৈরাজ্যকর পরিস্থিতির সৃস্টি করছে। বিষয়টি একাধিকবার মালিক সমিতিকে জানালেও তারা কোনো ব্যবস্থা না নেয়ায় চালকরা সন্ধ্যার পর বেপরোয়া হয়ে উঠে। এ ব্যাপারে মালিক সমিতির নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করা হলে তারা জানান, রাত ১২ টার আগে অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো নিয়ম নেই। যদি কোনো চালক এরকম করেছে আমাদের কাছে অভিযোগ করা হয়, তবে তার বিরুদ্ধে নিয়মানুযায়ী ব্যবস্থা নেয়া হবে।