Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

ইমামবাড়ী মাদ্রাসার এক মাওলানার বিরুদ্ধে অপর মাওলানার চুরির মামলা

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং দারুল কোরআন মাদ্রাসার সাবেক শিক্ষক মাওলানা আয়ূব বিন ছিদ্দিক এর বিরুদ্ধে এবার টাকা চুরির অভিযোগে মামলা দায়ের করলেন অপর মাওলানা হাফেজ নজরুল ইসলাম। গত বৃহস্পতিবার হবিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (কগ-৪) আদালতে তিনি এ মামলাটি দায়ের করেন। মামলার বিবরণে প্রকাশ, হাফেজ মাওলানা নজরুল ইসলাম ও মাওলানা আয়ূব বিন ছিদ্দিক নবীগঞ্জ উপজেলার ইমামবাড়ী জামেয়া আরবিয়া মাদ্রাসায় শিক্ষক হিসেবে কর্মরত আছেন। এ সুবাধে মাওলানা আয়ূব বিন ছিদ্দিক এবং হাফেজ নজরুল ইসলাম এর মধ্যে সখ্যতা গড়ে ওঠে। মাদ্রাসার বিভিন্ন সময়ের চাঁদাসহ অর্থ আত্মসাত করতে তাকে এ কাজে তার পাশে থাকার জন্য বলেন এবং এর জন্য সে অর্থের লোভও দেখান মাওলানা আয়ূব বিন ছিদ্দিক। বিষয়টি হাফেজ নজরুল ইসলাম মাদ্রাসা পরিচালনা বোর্ডকে অবহিত করলে মাওলানা আয়ূব বিন ছিদ্দিক তার উপর ক্ষিপ্ত হয়ে তাকে বিভিন্নভাবে ফাঁসানোর চেষ্টা করেন। এরই প্রেক্ষিতে গত ১ মার্চ সকালে নজরুল ইসলাম এর রুমে থাকা একটি ট্রাংক ভেঙ্গে প্রায় ৩২ হাজার টাকা চুরি করে নেয়ার সময় হাফেজ নজরুল ইসলাম তাকে হাতে নাতে ধরে ফেলেন। বিষয়টি মাদ্রাসা পরিচালনা বোর্ড ও এলাকার মুরুব্বীয়ানরা আপোষে নিষ্পত্তি করতে চাইলে মাওলানা আয়ূব বিন ছিদ্দিক তাতে কোন কর্ণপাত করেন নি। ফলে বিষয়টি সুরাহা না হওয়া পর্যন্ত তাকে মাদ্রাসায় না আসার জন্য কমিটির পক্ষ থেকে বলা হয়। পরবর্তীতে এর প্রতিকার চেয়ে হাফেজ নজরুল ইসলাম চুরির অভিযোগ মাওলানা আয়ূব বিন ছিদ্দিককে আসামী করে কোর্টে একটি মামলা দায়ের করেন। মামলাটি তদন্তের জন্য নবীগঞ্জ মহিলা বিষয়ক কর্মকর্তার দপ্তরে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে। উল্লেখ্য, ইতিপূর্বে এসকল দূনীর্তির কারনে প্রায় ৭মাস পূর্বে বানিয়াচং দারুল কোরআন মাদ্রাসা থেকেও তাকে অব্যাহতি দেয়া হয়।