Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ভূমি আত্মসাতের অভিযোগ

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার করগাও ইউনিয়নের গুমগুমিয়া গ্রামের বাসিন্দা সাবেক ছাত্রলীগ নেতা লেবু আহমেদ ওরফে জেবু তার দুই ভাই জিতু মিয়া ও দুদু মিয়ার বিরুদ্ধে গুমগুমিয়া ও গড় শৌলা মৌজার বিভিন্ন লোকজনের প্রায় ১৪ একর ভূমি জাল দলিল ও ক্ষমতার অপব্যবহার করে তাদের নামে  রেকর্ড করে নেয়ার গুরুতর অভিযোগ উঠেছে। গুমগুমিয়া গ্রামের আঃ ওয়াহাব, মোঃ জামাল উদ্দিন, মোঃ আঃ আউয়াল, গজেন্দ্র দাশ ও মোঃ ছামির উদ্দিন গতকাল শনিবার বিকেলে নবীগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ উত্থাপন করেন।
লিখিত বক্তব্যে আঃ ওয়াহাব গং অভিযোগ করেন যে, উপজেলার গুমগুমিয়া গ্রামের মৃত আঃ মন্নাফের তিন সহোদর ছাত্রলীগ নেতা জেবু ও তার দুই ভাই জিতু ও দুদু মিয়া মিলে গুমগুমিয়া ও গড় শৌলা মৌজার বিভিন্ন দাগে একাধিক মালিকের মৌরশী ও ক্ররিদকৃত  প্রায় ১৪.২০ একর ভূমি যার বাজার মূল্য প্রায় দেড় কোটি টাকা জাল দলিল ও ক্ষমতার প্রভাব কাটিয়ে তাদের নামে রেকর্ড করিয়ে নেয়। উল্লেখিত আঃ ওয়াহাব গংরা লিখিত বক্তব্য আরো উল্লেখ করেন একটি হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামী (বর্তমানে জামিনে) ও একাধিক মামলার আসামী উক্ত লেবু আহমদ জেবু ও তার লোকদের ভয়ে সংবাদ সম্মেলনকারীরা আতংকে দিন যাপন করছেন। নিরাপত্তার অভাবে অন্য কোন উপায় না দেখে সংবাদ সম্মেলনের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আর্কষন করে তাদের মৌরশী ও খরিদা ভোগ দখলীয় ভূমি ফেরত পাওয়ার দাবি করেন।