Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

জেলা যুবসংহতির উদ্যোগে পল্লীবন্ধু এরশাদের ৮৫তম জন্ম বার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্টপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের ৮৫তম জন্ম বার্ষিকী উপলক্ষ্যে জেলা যুবসংহতির উদ্যোগে আলোচনা সভা ও কেক কাটা হয়। গতকাল রাত জেলা জাতীয় পার্টির চৌধুরী বাজারস্থ অস্থায়ী কায্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা জাপার সাবেক সাধারণ সম্পাদক শংকর পাল। বিশেষ অতিথি ছিলেন জেলা জাপার সাবেক সহ-সভাপতি আব্দুল মুক্তাদির চৌধুরী অপু, যুগ্ম সাধারণ সম্পাক মীর জিয়াউল হক জিয়া, সাংগঠনিক সম্পাদক তৌহিদদুল ইসলাম তৌহিদ, তাজউদ্দিন আহমেদ বাবুল, জালাল উদ্দিন আহমেদ, সাবেক দপ্তর সম্পাদক প্রভাষক এসএম লুৎফুর রহমান, সাবেক চেয়ারম্যান ইউনূছ আলী তালুকদার, তালেব আলী, জেলা যুবসংহতির নেতা কামাল মিয়া, প্রভাষক ওয়াহিদুর রহমান, গোলাম কিবরিয়া চৌধুরী রিপন, আব্দুল হান্নান, শেখ জালাল আহমেদ, রইছ আলী, সোহেল রানা, সিরাজুল ইসলাম, তাহির মিয়া, ইউসুফ মিয়া, বিশ্বজিৎ চৌধুরী, হিফজুর রহমান ও সৌদি প্রবাসী জাপা নেতা তাজ উদ্দিন প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিলেন জেলা জাপার সাবেক সাধারণ সম্পাদক শংকর পালের নাতনী অদিতি পাল।
প্রধান অতিথির বক্তব্যে জেলা জাপার সাবেক পল্লীবন্ধু এরশাদের জন্ম না হলে উপজেলা প্রতিষ্ঠা সৃষ্টি হতো না। উপজেলা সৃষ্টি হওয়ায়তে গ্রামগঞ্জের উন্নতি। তাই দেশের উন্নয়নের স্বার্থে আবারও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদকে রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে।