Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জে জেলা জাতীয় পার্টির উদ্যোগে এরশাদের ৮৫তম জন্ম বার্ষিকী পালন

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদের ৮৫তম জন্ম বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল শুক্রবার বিকালে হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা জাতীয় পার্টির সভাপতি ও নবীগঞ্জ-বাহুবল আসনের এমপি এম এ মুনিম চৌধুরী বাবু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জালাল উদ্দিন খানের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভার শুরুতেই হুসেইন মুহম্মদ এরশাদের জন্ম দিনের কেক কাটা হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন-জাপা নেতা আবিদুর রহমান, জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক কাজল আহমেদ, সাংগঠনিক সম্পাদক এডঃ শিবলী খায়ের, আব্দুস সালাম মেম্বার, গাজী মিছবা উদ্দিন, হাজী ফরিদ উদ্দিন, মোঃ শাহজাহান খান, জাপা নেতা খলিলুর রহমান দুদু, রিপন আহমেদ, কমান্ডার আব্দুল খালেক, ছুরুক মিয়া প্রমুখ।
সভায় এমপি মুনিম চৌধুরী বলেন-পল্লীবন্ধু এরশাদ বাংলাদেশের গণতন্ত্রের প্রবর্তক। গণতন্ত্রের স্বার্থে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর পল্লীবন্ধু এরশাদ ক্ষমতা হস্তান্তর করেছিলেন। কিন্তু জাতি আজও গণতন্ত্রের স্বাদ পায়নি। দুটি দলের ক্ষমতার পালাবদল হয়েছে কিন্তু দেশের মানুষ সু-শাসন পায়নি। তাই দেশে গণতন্ত্র ও সু-শাসন প্রতিষ্ঠা করতে এরশাদকে আবারও ক্ষমতার মসনদে বসাতে হবে। এ জন্য পার্টির সকল নেতাকর্মীকে এরশাদের আদর্শে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।