Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুরে মা সমাবেশে জেলা প্রশাসক একটি শিক্ষিত পরিবার পরিকল্পিত সমাজ ব্যবস্থা গড়ে তুলতে গুরুত্বপূর্ন ভূমিকা রাখে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ জেলা প্রশাসক মনিন্দ্র কিশোর মজুমদার বলেছেন অপরিকল্পিতভাবে জনসংখ্যা বৃদ্ধির ফলে দেশে সামাজিক সমস্যা বৃদ্ধি পেয়েছে। তাই পরিকল্পিত পরিবার গড়তে সমাজে প্রতিটি মানুষকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। সমাজে সচেতনতা সৃষ্টি করে যৌতুক, বাল্যবিবাহ প্রতিরোধ করতে হবে। তিনি বলেন, ফরমালিন ব্যবহারের ফলে মানুষের শরীরের গুরুত্বপূর্ন অঙ্গ প্রত্যঙ্গ হৃদপিন্ড, কিডনী, লিভার সহ কঠিন রোগে আক্রান্ত হচ্ছে। কেউ যাতে ফরমালিন মিশ্রিত ফল বাজারে বিক্রি না করতে পারে সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। এ বিষয়ে প্রতিরোধ গড়ে তুলতে হলে সবার আগে চাই শিক্ষা। একটি শিক্ষিত পরিবার পরিকল্পিত সমাজ ব্যবস্থা গড়ে তুলতে গুরুত্বপূর্ন ভূমিকা রাখে। গতকাল মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে মান সম্মত শিক্ষা বিস্তার, দুর্নীতি প্রতিরোধ কার্যক্রম বেগবান, মহিলা ও শিশুদের উপর যৌন হয়রানি বন্ধ, শিশু ও নারীদের ক্ষমতায়নের লক্ষ্যে আয়োজিত মা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শাহজাহানপুর ইউপি পরিষদ হলরুমে চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরীর সভাপতিত্বে মা সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন জাহান, সহকারী কমিশনার ভূমি মোঃ শফিউল্লাহ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক আইয়ুব খান, হীরেশ ভট্টাচার্য্য হিরো, ডাঃ চন্দন পোদ্দার, উপসহকারী কৃষি কর্মকর্তা নিমাই দেবনাথ, শিক্ষক জাহানারা বেগম, স্বাস্থ্যকর্মী সন্ধ্যা রানী পাল প্রমুখ।