Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নিমোক্কাল ও নিউমোনিয়া সম্পর্কিত ভ্যাকসিন অবহিতকরণ সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে নিমোক্কাল ও নিউমোনিয়া (আইপিভি পিভিসি) ভ্যাকসিন অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে সদর হাসপাতালের সভাকক্ষে সিভিল সার্জন ডাঃ নাছির উদ্দিন ভূঞার সভাপতিত্বে ও সিনিয়র মেডিকেল টেকনোলজি নিখিল রঞ্জন শর্মা‘র পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা‘র উপ-পরিচালক জসিম উদ্দিন ভূইয়া, সদর হাসপাতালের তত্ত্ববধায়ক ডাঃ মোঃ সারোয়ার আলম, ডেপুটি সিভিল সার্জন ডাঃ ইমতিয়াজ আহমেদ, হবিগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, মেডিকেল অফিসার সিভিল সার্জন ডাঃ মোঃ মোখলিছুর রহমান, বিএমসিএইচএনআইও ডাঃ নুর-ই আলম।
কর্মশালায় জানানো হয়, ৫ বছরের নিচে ১৫ শতাংশ শিশু মৃত্যুর কারণ নিউমোনিয়া। বাংলাদেশে প্রতি বছর ৬৪ হাজার শিশু নিউমোনিয়ায় মারা যায়। নতুন টিকা সংযোজিত হওয়ায় ৮০ থেকে ৯০ শতাংশ শিশু মৃত্যুহার হ্রাস পাবে। এছাড়া পোলিও সংক্রমণের ঝুঁকি কমানো, প্রাদুর্ভাবের বিস্তার রোধ ও নির্মূল তরান্বিত করতে সাহায্য করবে।