Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বেলেশ্বরী বারুনীতে জুয়া খেলা নিয়ে সংঘর্ষে ২ জন নিহতের ঘটনায় ॥ পুরুষশূণ্য ৩ গ্রাম

স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার বেলেশ্বরী মেলায় জুয়া খেলাকে কেন্দ্র করে ৩ গ্রামের সংঘর্ষে মহিলাসহ ২ জন নিহত হওয়ার ঘঠনায় পুরুষ শূন্য গ্রাম। পুলিশের ভয়ে ওই গ্রামের পুরুষ পালিয়ে গেছে। এদিকে গত কাল বৃহস্পতিবার লাশ ২টি ময়না তদন্ত শেষে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে। গ্রামে শোকের ছায়া নেমে এসেছে, তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন পক্ষ থেকে মামলা দায়ের করা হয়নি। উল্লেখ্য গত বুধবার বিকালে করাব ইউনিয়নের বেলেশ্বরী মেলায় জুয়া খেলাকে কেন্দ্র করে আশেড়া ফান্দাইল ও করাব ৩ গ্রামের সংঘর্ষে পুলিশ সহ শতাধিক লোক আহত হয়। ঘটনাস্থলে মেলায় থাকা পানের দোকানদার হাদিসা বেগম (৫৫) নিহত হয়। সে আশেড়া গ্রামের মধু মিয়ার স্ত্রী। আহত হয় করাব গ্রামে রফিক মিয়া (৫০)। তাকে সিলেট নিয়ে যাওয়ার পথে শেরপুর মারা যায়। এ ঘটনার পর থেকে গ্রেফতার আতঙ্কে গ্রাম ছেড়ে পালিয়ে গেছে পুরুষরা। সদর থানার ওসি নাজিম উদ্দিন জানান, হাদিসার ময়না তদন্ত সম্পূর্ন হয়েছে। আঘাতের কোন চিহ্ন নেই। তবে পেটের ডান পাশে ফুলা জখম পাওয়া গেছে। ময়না তদন্তের রিপোর্ট ছাড়া এই মূহুর্তে কিছু বলা যাচ্ছে না কিংবা এখন পর্যন্ত কেউ মামলা দায়ের করেনি। লাখাই থানার ওসি মোঃ মোজাম্মেল হক জানান, নিহত রফিকের পক্ষ থেকে কোন মামলা করা হয়নি। মামলা হলে আইনআনুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে উভয় পক্ষের পরিবার থেকে জানানো হয়েছে মামালা দায়ের করা হবে। এরকম ২টি হত্যার ঘটনা নিয়ে এলাকার চাঞ্চকর সৃষ্টি হয়েছে।