Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচঙ্গের হলদারপুর ও কালাইজুড়া গ্রামবাসীর সংঘর্ষে ১০ জন আহত

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচং উপজেলার বড়ইউড়ি ইউনিয়নের হলদারপুর ও কালাইনজুড়া গ্রামবাসীর মধ্যে প্রথম দফা সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। এর জের ধরে দুই গ্রামের হাজার হাজার মানুষ দ্বিতীয় দফা সংঘর্ষের জন্য দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হলেও পুলিশের উপস্থিতি ঘটায় রক্ষা পেয়েছেন এলাকাবাসী। জানা যায়, নারী অপহরণ মামলা নিয়ে বিরোধকে কেন্দ্র করে গত বুধবার রাতে কসবার মেলা থেকে বাড়ী ফেরার পথে ইউপি অফিসের কাছে কালাইনজুড়ার মামুন মিয়ার ছেলে ভুট্টো ও রিপন গংরা হলদারপুরের রাজন মিয়াকে মারধোর করে। এর জের ধরে গতকাল বৃহস্পতিবার ভোরে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে লিপ্ত হলে হলদারপুরের আব্দুল ওয়াদুদ, হাবিবুর রহমান, আবিদুর রহমান, কালাইনজুড়ার আঙ্গুর মিয়া, রিপন, ভুট্টোসহ অন্তত ১০ জন আহত হয়। পরে দুই গ্রামের লোকজনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে হাজার হাজার মানুষ সংঘর্ষের জন্য দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়। খবর পেয়ে বানিয়াচং থানার ওসি নির্মলেন্দু চক্রবর্তী পুলিশ নিয়ে ঘটনাস্থলে ছুটে যান। খবর দিয়ে নবীগঞ্জ থানা পুলিশকেও ঘটনাস্থলে আনেন। দুই থানার পুলিশ মারমুখী দুই গ্রামবাসীর মধ্যস্থলে অবস্থান নিয়ে ৫ শতাধিক দেশীয় অস্ত্র উদ্ধার করে পরিস্থিতি শান্ত করে। ঘটনাটি শালিসে মিমাংসার জন্য উভয়পক্ষের মুরুব্বীদের রাজী করিয়ে দায়িত্ব দিয়ে আসেন। ইউপি মেম্বার রাহেলা হক, মুরুব্বী ফরিদ উদ্দিন, আবু ফজল, সৈয়দ আবু আহমেদ খসরুসহ আরো বেশ কয়েকজন ঘটনা নিস্পত্তির করনীয় নির্ধারণের জন্য গত রাতেই এক পরামর্শ সভায় মিলিত হওয়ার খবর পাওয়া যায়।