Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

ফ্রান্স বাংলাদেশ দূতাবাসে জাতির জনকের জন্মদিন পালন

নয়ন মামুন, প্যারিস থেকে ঃ স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬তম জন্মদিন অনাড়ম্বরপূর্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করেছে ফ্রান্সের বাংলাদেশ দূতাবাস।
গত মঙ্গলবার সকাল দশ ঘটিকায় বাংলাদেশ দূতাবাসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাংলাদেশ রাষ্ট্রদূত, দূতাবাসের  কর্মকর্তাবৃন্দ ও ফ্রান্স আওয়ামী লীগ নেতৃবৃন্দ পুষ্পার্ঘ অর্পণ করেন। পরে বাংলাদেশ দূতাবাসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাষ্ট্রদূত এম শহীদুল ইসলামের সভাপতিত্বে আলেচনা সভায় দূতাবাসের হেড অফ কাউন্সিলার হযরত আলী খাঁন এর  সঞ্চালনায়  রাষ্ট্রপতির বাণী পাঠ করেন ফারহানা আহমদ চৌধুরী, প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন রাষ্ট্রদূত এম শহীদূল ইসলাম, পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ করেন কমার্শিয়াল কাউন্সিলার ফিরোজ উদ্দীন এবং বঙ্গবন্ধুর জিবনী নিয়ে আলোচনা সভায় হাইকমিশনার শহিদুল ইসলাম। জাতির পিতার জন্মদিন ও জাতীয় শিশু দিবসের আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ফ্রান্স আওয়ামীলীগের সভাপতি বেনজীর আহমদ সেলিম, সর্ব ইউরোপিয়ান আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুল্লাহ আল বাকি, মুক্তিযোদ্ধা নাজিম উদ্দীন আহমদ, ফ্রান্স আওয়ামীলীগের সহ সভাপতি ওয়াহিদ বার তাহের, বঙ্গবন্ধু পরিষদের সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম, মুক্তিযোদ্ধা এনামুল হক, মাসুদ হায়দার, ফয়ছল উদ্দীন, শাহীন, সহ ফ্রান্স আওয়ামীলীগের নেতারা।
চিত্র্কাংন প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী বিজয়ীদের মাঝে এসময় পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান শেষে মোনাজাত পরিচালনা করেন হাফিজ ওয়াহিদুর রহমান।