Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চালকদের নিয়ে বিআরটিএ’র ২ দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত

স্টাফ রিপোর্টার ॥ সড়ক ব্যবহার হারে নিরাপত্তার উপর গাড়ির ইঞ্জিন সংস্কার সংক্রান্ত যাবতীয় চালকদের করণীয় কি? গাড়ি রাস্তায় বের করার পূর্বে ব্রেক, কাচ, স্টিকার, স্টিয়ারিং, হর্ণ, চাকার হাওয়া, ইঞ্জিনে মবিল, রেডিয়েটরে পানি ব্যাটারী, এসিড লেভেল, চাকার নাট, ফ্যানবেল্ট, তেলের ট্যাংকে তেল ইত্যাদি সঠিক আছে কিনা দেখে নিবেন। ট্রাফিক আইন, সাইন/সিগনাল, পুলিশের নির্দেশ মেনে চললে দূর্ঘটনা থেকে ঝুকিঁমুক্ত থাকবেন। বিআরটি কর্তৃক কাগজপত্র সম্পূর্ণ সঠিক রাখবেন। গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টায় হবিগঞ্জ জেলা পরিষদ মিলায়তনে সড়ক দূর্ঘটনা হ্রাসকল্পে পেশাজীবি গাড়ি চালকদের সচেতন বৃদ্ধি প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্টানে বক্তারা এসব কথা বলেন। হবিগঞ্জ বিআরটিএ আয়োজিত এ অনুষ্টানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহিনা ফেরদৌসি। এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব দিলীপ কুমার বনিক, ঢাকা সদর বিআরটিএ কার্যালয়ের এক্সিকিডেন্টডাটা এনালিষ্ট এবিএম আবু বকর সিদ্দিকী।
বিআরটিএর সহকারি পরিচালক মোঃ হাবিবুর রহমানের পরিচালনায় কর্মশালায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী মোঃ ফরিয়াদ, মেডিকেল অফিসার মুখলেসুর রহমান শামীম, টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ইনস্ট্রাক্টর শফিকুল ইসলাম। বক্তারা বলেন, দূর্ঘটনার কবল থেকে রক্ষা করার জন্য রাস্তাঘাট সংসার করা, দূর্ঘটনার প্রবেশ এলাকা, বিভিন্ন বাক সমূহ সোজা করা, অলিপুর, লস্করপুর, শায়েস্তাগঞ্জ রেল লাইনের উপর ওভারব্রীজ করা, চালকদের জন্য প্রশিক্ষন কেন্দ্র স্থাপন করা এবং সে সকল রাস্তাঘাটের কাজ শুরু হয়েছে এগুলো দ্রুত সংস্কার করা, ভূয়া ড্রাইভিং লাইসেন্স জমা দিয়ে প্রশিক্ষণ সাপেক্ষে লাইসেন্স প্রদানসহ বিভিন্ন সমস্যা তুলে ধরেন। অনুষ্টান শেষে গতকাল বৃহস্পতিবার সকল চালকদেরকে সম্মানী ভাতা প্রদান করার মধ্য দিয়ে কর্মশালার সমাপ্তি ঘোষণা করা হয়।