Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

অবশেষে ভাঙ্গা হল রামকৃষ্ণ মিশন রোডের বহুতল ভবন

স্টাফ রিপোর্টার ॥ অবশেষে রামকৃষ্ণ মিশন রোডের বহুতল ভবন ভাঙ্গার কাজ শুরু হয়েছে। পৌরসভার বিল্ডিং কোড না মেনে ভবন নির্মান করায় সুপ্রিমকোর্টের আপীল বিভাগের নির্দেশে ভাঙ্গার কাজ শুরু করেছে কর্তৃপক্ষ। গতকাল জেলা প্রশাসক কর্তৃক নিযুক্ত নির্বাহী ম্যাজিষ্ট্র্যাট মোঃ নুরুজ্জামানের উপস্থিতিতে ওই বিল্ডিং ভাঙ্গার কাজ পরিচলিত হয়। বিল্ডিংয়ের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে অবস্থিত বিরোধীয় অংশ ভেঙ্গে ফেলা হয়। এসময় হবিগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র পিয়ারা বেগম, পৌর কাউন্সিলর মোঃ জাহির উদ্দিন, দিলীপ দাস, গৌতম কুমার রায়, শেখ নূর হোসেন, মোঃ আলমগীর, সালামা আক্তার চৌধুরী, সৈয়দা লাভলী সুলতানা, পৌরসচিব মোঃ নূরে আলম সিদ্দিকী, নির্বাহী প্রকৌশলী মধুসুদন দাস, উপসহকারী প্রকৌশলী দিলীপ কুমার দাস ও সুমন দত্ত, আব্দুল কুদ্দুস শামীমসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। ভবন ভাঙ্গার কাজ পরিচালনা করার সময় নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রনের জন্য এসআই দেলওয়ার ও শাহ আলমের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।