Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে বাসে পেট্রোল বোমা নিক্ষেপ ॥ অল্পের জন্য রক্ষা পেল বাস ও যাত্রী

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ-আউশকান্দি সড়কের বাংলাবাজারের অদুরে আজিজ হাবিব উচ্চ বিদ্যালয় সংলগ্ন স্থানে গতকাল মঙ্গলবার রাত সোয়া ১০ টার দিকে এক দুর্বৃত্ত একটি যাত্রীবাহি বাসে পেট্রোল বোমা নিক্ষেপ করার ঘটনা ঘটেছে। তবে বোমাটি বিস্ফোরিত হওয়ার আগেই আগুন নিভে যাওয়ায় বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে ওই বাস, চালক ও যাত্রীগণ। খবর পেয়ে থানার অফিসার ইনচার্জ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সুত্রে জানা যায়, যাত্রীবাহি একটি বাস (নং ঢাকা-ব-১৬২২) রাত ১০ টার দিকে ছালামতপুরস্থ পৌর বাস টার্মিনাল থেকে আউশকান্দি বাজারে গ্যাস আনতে যাওয়ার পথে বাংলা বাজারস্থ আজিজ-হাবিব উচ্চ বিদ্যালয়ের কাছে পৌছা মাত্র রাস্তার ডান পাশ থেকে জনৈক এক যুবক হাতে থাকা পেট্রোল বোমায় আগুন লাগিয়ে বাসের উপর নিক্ষেপ করে। কিন্তু গাড়ীতে পড়ার আগেই আগুন নিভে গিয়ে বোতল ভিতরে পরে গাড়ীর গ্লাস ভেঙ্গে যায় এবং যাত্রীদের শরীরে পেট্রোর ছড়িয়ে পড়ে। চালক আগুন লেগেছে মনে করে আতংকিত অবস্থায় দ্রুত গাড়ী নিয়ে বাংলা বাজার থামায়। ঘটনাটি জানাজানি হলে স্থানীয় লোকজন ছুটে আসেন। এ ব্যাপারে গাড়ী চালক বানিয়াচং থানার নন্দিপাড়া গ্রামের হিরন দাশের ছেলে পিন্টু দাশ জানান, গাড়ী নিয়ে উল্লেখিত স্থানে পৌছা মাত্র দেখলাম রাস্তার ডান পাশে একটি ছেলে কালো কোট ও জিন্সের পেন্ট পরিহিত দাড়িয়ে আছে। বাসটি তার কাছাকাছি পৌছামাত্র আগুন লাগিয়ে বোমাটি ছুড়ে মারে এবং দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনায় গাড়ীর গ্লাস ভাংচুর ব্যতিত বড় ধরনের ক্ষতি থেকে আল্লাহ রক্ষা করেছেন। গাড়ীর যাত্রী আউশকান্দি জামে মসজিদের ইমাম মাওঃ খালেদ সাইফুল্লাহ এবং সৈয়দপুর জামে মসজিদের ইমাম মাওঃ জুবায়ের আহমদ জানান, রাস্তার ডান দিক থেকে ছেলেটি বোমাটি ছুড়ে মেরেই দ্রুত চলে গেছে। বোতলের গ্লাস ভেঙ্গে ও পেট্রোল তাদের শরীরে পড়েছে। তারা জানান, এর ২০ মিনিট আগে অনুরুপ ভাবে কুর্শি গ্রাম সংলগ্ন স্থানে একটি মাইক্রো গাড়ীতে অপর একটি ঘটনা ঘটেছে বলে লোকমূখে শুনেছেন। এদিকে এটা পেট্রোল না কেরোসিন দিয়ে বোমা নিক্ষেপ করেছে তা নিয়েও সমালোচনা রয়েছে। খবর পেয়ে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ লিয়াকত আলী’র নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল বাংলা বাজারে রিপোর্ট লেখা পর্যন্ত অবস্থান করছেন বলে জানাগেছে।