Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

জেলা বিএমএ’র বনভোজন অনুষ্টিত

স্টাফ রিপোর্টার ॥ জেলা বিএমএ’র উদ্যোগে বনভোজন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় অবস্থিত হিট বাংলাদেশ রিসোর্ড ও শ্রীমঙ্গল উপজেলায় অবস্থিত গ্রেন্ডসুলতানে দিন ব্যাপী এ বনভোজন অনুষ্ঠিত হয়। বনভোজনে অংশগ্রহণ করেন হবিগঞ্জ জেলায় কর্মরত প্রায় শতাধিক ডাক্তার ও তাদের পরিবাবরবর্গের সদস্যরা। দুপুরে ২টার দিকে রিসোর্ডে মহিলাদের বিভিন্ন ইভেন্টে প্রতিযোগীতা, শিশুদের দূর প্রতিযোগীতা ও ডাক্তারদের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। বিকাল সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্টিত হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএমএ’র সভাপতি ডাঃ মুশফিক হুসেন চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডাঃ নাছির উদ্দিন ভূইয়া, ডেপুটি সিভিল সার্জন ডাঃ ইমতিয়াজ আহমেদ, জেলা পরিষদ প্রশাসক ডাঃ মুশফিক হুসেন চৌধুরীর সহধমিনী নুসরাত মাহমুদ চৌধুরী, জেলা বিএমএ’র সহ-সভাপতি অসিত রঞ্জন দাশ, সাধারণ সম্পাদক ডাঃ দেবপদ রায়, সিনিয়র সদস্য ডাঃ মোঃ জমির আলী, যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ মুজিবুর রহমান পলাশ, সাংগঠনিক সম্পাদক ডাঃ মখলিছুর রহমান উজ্জল, ডাঃ মোস্তাফিজুর রহমান, ডাঃ মোঃ আবু সুফিয়ান, ডাঃ, ডাঃ সৈয়দ আবরাব জাবের, মোঃ আরশেদ আলী, ডাঃ আশরাফ উদ্দিন, ডাঃ মোঃ শহীদুল ইসলাম, ডাঃ প্রদীপ কুমার দাশ, ডাঃ পরেশ চন্দ্র দেব, ডাঃ রাম চন্দ্র দাশ, ডাঃ দেবাশীষ দেবনাথ, ডাঃ অর্ধেন্দু দেব, ডাঃ মখলিছুর রহমান শামীম, ডাঃ সুভাস চন্দ্র দেব, ডাঃ দেবাশীষ দাশ, ডাঃ সাবিনা আশরাফী লিপি, ডাঃ শামীমা আক্তার, ডাঃ সঙ্গীতা ভট্টাচার্য্য, ডাঃ রেজওয়ানা প্রমূখ। বনভোজনে র‌্যাফেল ড্র সহ বিভিন্ন প্রতিযোগীয় সর্বোচ্চ পুরস্কার লাভ করেন চৌকস ক্রিকেটার ডাঃ সৈয়দ আবরাব জাবের।