Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বঙ্গবন্ধুর জন্ম না হলে আমাদের বাংলাদেশ স্বাধীন হতো না

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ-সিলেট মহিলার আসনের এমপি এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী বলেছেন, হাজার বছরের শ্রেষ্ট বাঙালী জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না। তার দূরদর্শী ও খোরদার নেতৃত্বে মাত্র নয় মাসের সশস্ত্র সংগ্রামে মাধ্যমে আমরা লাল-সবুজের পতাকা অর্জন করি। সেই মহান পুরুষ, বাঙালীর অহঙ্কার জতিরজনককেই কিছু কুলাঙ্গার স্বপরিবারে হত্যার মাধ্যমে দেশের অগ্রযাত্রাকে ব্যাহত করে।
তিনি গতকাল মঙ্গলবার বিকেলে বাহুবল উপজেলার স্নানঘাট নতুনবাজারে এই প্রথম ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৫তম জন্মবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতায় উপরোক্ত কথাগুলো বলেন।
স্নানঘাট ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সুফি মিয়া খান-এর সভাপতিত্বে ও ডাঃ হারুনুর রশীদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী টেনু, বাহুবল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ডা. আবুল হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আবুল হাসিম, আওয়ামীলীগ নেতা শাসুদ্দিন তারা মিয়া, সাইফুর রহমান জুয়েল, আব্দুল্লাহ মিয়া, মাওলানা আব্দুল হক, আনোয়ার হোসেন, মাওলানা মঈন উদ্দিন, সামিউল ইসলাম, জিল্লুর রহমান ও গৌতম দাশ প্রমুখ।
এদিকে, মঙ্গলবার সকালে মিরপুর আলিফ-সোবহান চৌধুরী কলেজে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে পৃথক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রভাষক বেনুলাল দেব-এর পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা এমপি এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী। সভায় বক্তব্য রাখেন কলেজ প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য মোঃ আব্দুল হাই ও ফজলুর রহমান চৌধুরী, গভর্ণিং বডি’র সদস্য মোঃ জিতু মিয়া, আসকার আলী, মোঃ আব্দুল মতিন খান, মিরপুর এফ.এন উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ আব্দুস ছালাম ও হাজী ফিরোজ মিয়া প্রমুখ। সভার পূর্বে প্রধান অতিথি এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী কলেজের প্রধান ফটকের ফলক উন্মোচন করেন।