Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জ জেলা পরিষদের চিত্রাংকনসহ বিভিন প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬তম জন্ম ও জাতীয় শিশু দিবস উপলক্ষে হবিগঞ্জ জেলা পরিষদ এর উদ্যোগে আয়োজিত ২দিন ব্যাপী বঙ্গবন্ধুর জীবনীর উপর আলোচনা, চিত্রাংকন, ছড়া গান, আবৃত্তি, প্রতিযোগতীয় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বিকালে জেলা পরিষদ অডিটরিয়ামে জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা দিলীপ কুমার বনিকের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক ডাঃ মুশফিক হুসেন চৌধুরী। অনুষ্ঠানের উদ্বোধন করেন, হবিগঞ্জ লেডিস ক্লাবের সভানেত্রী ও জেলা প্রশাক পতœী মিসেস মিতা বেগম। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট শাহীনা ফেরদৌসী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আব্দুর রউফ, দুদকের উপ-পরিচালক মোঃ আবুল হুসেন, হবিগঞ্জ প্রেসকাব সাধারণ সম্পাদক চৌধুরী মোঃ ফরিয়াদ, হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশফাকুল হক, সরকারী শিশু পরিবারের উপ-তত্ত্ববাধায়ক একেএম সাইফুল ইসলাম, হবিগঞ্জ সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা ইসরাত জাহান, বঙ্গবঙ্গু শিক্ষা ও গবেষনা পরিষদের আহ্বায়ক প্রফেসর অধ্যক্ষ আব্দুজ জাহের।
সভায় উপস্থিত ছিলেন, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এডঃ নির্মল ভট্টাচার্য্য রিংকু, চারুকলার অধ্যক্ষ আলাউদ্দিন আহমেদ, বিশিষ্ট লেখিকা তাহমিনা বেগম গিনি, ডাঃ দিলীপ কুমার আচার্য্য, ডাঃ স্বপন কুমার বড়–য়া, সুর্বনা চৌধুরী, মাহফুজা জাফরীন, সিদ্ধান্ত বিশ্বাস, দিপুল কুমার রায়, অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী কমিশনার সেঁজুতি ধর ও সহকারী কমিশনার রুবাইয়া বেগম।
আলোচনা সভা শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।