Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

তেলিখাল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থী তাহমিনার উপর এসিড নিক্ষেপকারীদের শাস্তির দাবীতে ॥ শিক্ষার্থী ও এলাকাবাসীর মানববন্ধন

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার জয়রামপুর গ্রামে এসএসসি পরীক্ষার্থী তাহমিনা খাতুনের উপর এসিড নিক্ষেপকারীদের অনতিবিলম্বে গ্রেফতারের দাবীতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। গতকাল সোমবার সকাল ১১ টা থেকে ১২ টা পর্যন্ত সদর উপজেলার উচাইল সড়কের সাধুরবাজার থেকে তেলিখাল পর্যন্ত প্রায় ১ কিলোমিটার জুড়ে এ মানববন্ধন অনুষ্টিত হয়। মানববন্ধনে তেলিখাল হাইস্কুলের ৫শ শতাধিক শিক্ষার্থী, অভিভাবক, গ্রামবাসিসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। তেলিখাল হাই স্কুলের প্রধান শিক্ষক তৈয়বুর রহমানের সভাপতিত্বে ও দশম শ্রেণীর ছাত্রী নার্গিস আক্তারের পরিচালনায় মানববন্ধনে ছাত্রছাত্রীসহ গ্রামবাসিরা বক্তব্য রাখেন। প্রধান শিক্ষক তার বক্তব্যে বলেন, এসিড আক্রান্ত তাহমিনা খাতুন তার স্কুলের একজন মেধাবী ছাত্রী ছিল। ওই ছাত্রীর উপর এসিড নিক্ষেপের প্রতিবাদ জানিয়ে জড়িতদের অনতিবিলম্বে গ্রেফতার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। এছাড়াও এসিড নিক্ষেপের বিষয়ে স্থানীয় সাংবাদিকদের জোরালো ভূমিকার কথা উল্লেখ করে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং দোষীদের শাস্তির আগ পর্যন্ত এ বিষয়ে তাদের লেখনী চালিয়ে যাওয়ার আহবান জানান। শিক্ষার্থী নার্গিস আক্তার এসিড নিক্ষেপকে একটি ঘৃণ্যতম কাজ ও  তাহমিনার উপর এসিড হামলাকে বর্বরোচিত বলে মন্তব্য করেন। তিনি আটক আসামী সারাজ ও পলাতক আসামী হাবীবসহ জড়িত অন্যান্যদের আইনের আওতায় এনে শাস্তির দাবী জানান।
উল্লেখ্য গত ১১ মার্চ বুধবার গভীর রাতে রাজিউড়া ইউনিয়নের জয়রামপুর গ্রামের মৃত আছকির মিয়ার কন্যা তেলিখাল হাইস্কুলের এসএসসি পরীক্ষার্থী তাহমিনার উপর এসিড নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে তার পুরো মুখমন্ডলসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। আশংকাজনক অবস্থায় ওই ছাত্রীকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতাল নিয়ে আসলে তাকে কর্তব্যরত ডাক্তার বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেলে বার্ণ ইউনিটে প্রেরণের নির্দেশ দেন। বর্তমানে সে সেখানেই চিকিৎসাধীন আছে।
ঘটনার সাথে জড়িত সন্দেহে পুলিশ শুক্রবার সকালে সদর উপজেলার সুতাং ঘোড়াবই এলাকা থেকে সারাজ মিয়া (৩৫) নামে এক যুবককে আটক করে। শনিবার তাহমিনার ভাই শাহজাহান বাদি হয়ে হাবীব ও সারাজ, সাহাবুদ্দিন, ফজলু মিয়ার নাম উল্লেখ করে অজ্ঞাত কয়েকজনকে আসামী করে মামলা করে।
এব্যাপারে ওসি মোঃ নাজিম উদ্দিন জানান, এসিড আক্রান্তের পরিবারের অভিযোগে সারাজকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।
এব্যাপারে তদন্তকারী কর্মকর্তা ইকবাল বাহার জানান, আটক আসামী সারাজকে রিমান্ডে আনা হবে। এছাড়া প্রধান আসামী হাবীবসহ অন্যান্য আসামীদের ধরতে অভিযান অব্যাহত আছে। পুলিশ জানায় হাবীবকে আটক করতে পারলেই মূল রহস্য উদঘাটন সম্ভব হবে।