Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মশাজানে ট্রাক্টরের ধাক্কায় সিএনজি দুমড়ে মুচড়ে গেছে ॥ পল্লী উন্নয়ন কর্মকর্তাসহ আহত ৫

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে আবারো আইন শৃংখলা কমিটির সিদ্ধান্ত অমান্য করে দিনে দুপুরে বিকট শব্দে-ট্রাক ও ট্রাক্টর চলাচল করছে। ফলে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। গতকাল সোমবার দুপুরে ধুলিয়াখাল-মিরপুর আঞ্চলিক সড়কের মশাজান বাজারের নিকট ট্রাক্টরের ধাক্কায় সিএনজি অটোরিক্সা দুমড়ে মুচড়ে গেছে। এতে চালকসহ সিএনজির ৫ যাত্রী আহত হয়েছে। গুরুতর আহতাবস্থায় বাহুবল উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মনি শংকর রায় (৫০), সিএনজি চালক মোঃ লিয়াকত আলী (৩২), মারজান আলী (২৩),মহসিন (৩০), ধন মিয়া (৩২) কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আশংকাজনকবস্থায় সিএনজি চালক লিয়াকত আলীকে সিলেট ওমেক হাসপাতালে প্রেরন করা হয়েছে। ঘটনার পরে ওই এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সিএনজির শ্রমিকরা ক্ষুব্দ হয়ে ওই এলাকায় ব্যারিকেড দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। জানা যায়, শহরে ট্রাক ও ট্রাক্টর চলাচলের ফলে স্কুল কলেজের শিক্ষার্থীরা দুর্ঘটনায় আহত হচ্ছেন।