Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

একটি বাড়ী একটি খামার প্রকল্পের ১৭ লাখ টাকার ঋণ পেল ১৫৭ জন

স্টাফ রিপোর্টার ॥ সদর-লাখাই আসনের সংসদ সদস্য এডঃ মোঃ আবু জাহির বলেন, স্বপ্নের ডিজিটাল বাংলাদেশ জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা শুরু করেছেন। ইতিমধ্যে দেশের মানুষ ডিজিটালের সুফল পাওয়া শুরু করেছে। দেশের বিভিন্ন উন্নয়নের পাশাপাশি পিছিয়ে পড়া মানুষ আজ এগিয়ে যাচ্ছে। গরীব অসহায় শব্দ আজ দেশে থেকে হারিয়ে যাচ্ছে। দেশ মধ্যআয়ের দ্বারপ্রান্তে পৌছে গেছে। প্রতিটি মানুষ শক্ত হাতে দেশ গঠনে এগিয়ে এসেছে। একটি বাড়ী একটি খামার প্রকল্পের মাধ্যমে মানুষ আজ কর্মম হয়ে উঠেছে। দারিদ্রকে চ্যালেঞ্জ করে নিজে স্বাবলম্বী হয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা দেশ গঠনে এগিয়ে এসেছে। কিন্তু বিএনপি জামায়াত জোট এসব উন্নয়নকে বাধাগ্রস্থ করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তারা মানুষের মৌলিক অধিকার হরণ করছে। দেশকে পিছিয়ে নেওয়ার জন্য জ্বালাও পোড়াও আন্দোলন করছে। তাদের এসব আন্দোলন কখনো সফর হবে না। গতকাল সোমবার উপজেলা হল রুমে জেলেদের নিবন্ধন ও পরিচয়পত্র প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশফাকুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ তোফাজ উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম।