Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বাগজুর তাফসীর মাহফিলে মাওঃ আনোয়ার আলী ॥ গ্রামে গ্রামে পবিত্র কুরআনের তাফসীর মাহফিল প্রয়োজন

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ শহরতলী বাগজুর গ্রামে ইকরামুর মুসলেমীন যুব সংঘের উদ্যোগে গত ১৪ মার্চ বিকালে বাগজুর দক্ষিণ পাড়া প্রাথমিক বিদ্যালয় মাঠে পবিত্র কুরআনের এক বিশাল তাফসীর মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাওঃ আব্দুল লতিফ এর সভাপতিত্বে এবং সংগঠনের সভাপতি মোঃ আবুতাহের (কদর) ও মাওঃ সোহেল আহমদের পরিচালনায় অনুষ্ঠিত তাফসীর মাহফিলে উপস্থিত ছিলেন মোঃ নুর মিয়া, মুত্তাকিম চৌধুরী অপু, মোঃ আব্দুর ওয়াহিদ চৌধুরী সালেক। বক্তব্য রাখেন মাওঃ আশরাফ আলী খড়কি, মাওঃ মোঃ আনোয়ার আলী, মাওঃ আইয়ূব বিন সিদ্দিক, মাওঃ আব্দুল হালিম, মাওঃ আতাউর রহমান, মাওঃ জবেদ আলী, হাফেজ ওয়াসিক বিল্লাহ প্রমুখ। মাওঃ আনোয়ার আলী তার বক্তৃতায় বলেন, দেশে কুরআন শিক্ষার কোনো সুব্যবস্থা না থাকায় মুসলিম সম্প্রদায়ের অধিকাংশ মুসলমান আজ কুরআন তিলাওয়াত করতে পারলেও পবিত্র কুরআনের সারমর্ম এবং আইন কানুন বুঝেনা। কোনটা হারাম কোনটা হালাল জানেনা, ফলে কুরআনের উপর আমল করতে ও আগ্রহী হয়না। তাই গ্রামে গ্রামে পবিত্র কুরআনের তাফসীর মাহফিল, ওয়াজ মাহফিল, ইসলামী সম্মেলন করা এবং পাড়ায় পাড়ায় কুরআন শেখার জন্য মক্তব, মাদ্রাসা প্রতিষ্টা প্রয়োজন।