Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে সোনার বাংলা একাডেমির কৃতিত্ব

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে ২০১৪ সালে অনুুষ্ঠিত প্রাথমিক সমাপনী পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীদের বৃত্তির ফলাফল প্রকাশ হয়েছে। গতকাল দুপুরে প্রকাশিত ফলাফলে অনবদ্য কৃতিত্ব দেখিয়েছে উপজেলার কুর্শি ইউনিয়নের সোনার বাংলা একাডেমি এন্ড জুনিয়র হাইস্কুল। ১টি ট্যালেন্টপুলসহ তিনজন শিক্ষার্থী বৃত্তি পেয়ে ইউনিয়নের মধ্যে সেরা সফলতা দেখিয়েছে।
উপজেলা শিক্ষা অফিস সূত্র জানায়, গতকাল ২০১৪ সালের পিইসিই পরীক্ষায় অংশ নেয়া বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ফলাফল ঘোষণা করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। উপজেলায় ডিআরভুক্ত ৭১৬৯ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে। এর মধ্যে ৫৭জন ট্যালেন্টপুল এবং ৯৩ জন সাধারণ গ্রেডে বৃত্তি প্রাপ্ত হয়। এর মধ্যে সোনার বাংলা একাডেমি এন্ড জুনিয়র হাইস্কুলের কৃতি শিক্ষার্থী জাদিল আহমদ তানিম ট্যালেন্টপুল (রোল নং ২৮৮২), মাহবুবুর রহমান অপু সাধারন গ্রেড (রোল নং ২৮৮৩) ও মোঃ রায়হান আহমদ সাধারন গ্রেড (রোল নং ২৮৮৪) বৃত্তি লাভ করে। ইউনিয়নে সেরা সফলতার জন্য একাডেমির প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক সাংবাদিক এম এ বাছিত শিক্ষক, অভিভাবকসহ এলাবাসীর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন। উল্লেখ্য, ২০১১ সাল থেকে উল্লেখিত প্রতিষ্ঠান পিইসিই পরীক্ষায় শতভাগ সফলতাসহ বৃত্তি প্রাপ্তির কৃতিত্ব দেখিয়ে আসছে।