Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

আন্তর্জাতিক নদীকৃত্য দিবসের মানববন্ধনে বক্তারা খোয়াই নদী রক্ষায় আন্দোলন গড়ে তুলতে হবে

স্টাফ রিপোর্টার ॥ ভারতের ত্রিপুরায় চাকমাঘাট ব্যারেজ দেয়ার ফলে হবিগঞ্জের খোয়াই নদী দিনদিন পানিশূন্য হয়ে পড়েছে। বর্তমান শীত মৌসুমে নদীটি আরও শুকিয়ে গেছে। এছাড়া খোয়াইয়ের উভয় পাড়ে আবর্জনা ফেলে নদীটিকে দুষণময় করে ফেলা হয়েছে। অপরদিকে শহরের পুরাতন খোয়াই নদীটিও প্রভাবশালী মহলের দখল ও দুষণের শিকার হচ্ছে। তাই এখন সময় এসেছে খোয়াইসহ সকল নদী ও পুরাতন খোয়াই রক্ষায় আন্দোলন গড়ে তোলার। গতকাল শনিবার সকালে শহরের খোয়াই ব্রিজ পয়েন্টে ‘আন্তর্জাতিক নদীকৃত্য দিবস ২০১৫’ উপলক্ষে আয়োজিত মানববন্ধন ও পথসভায় বক্তারা এ কথা বলেন। বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা হবিগঞ্জ শাখা ও খোয়াই রিভার ওয়াটারকিপার আয়োজিত মানববন্ধন ও পথসভায় সভাপতিত্ব করেন বাপা হবিগঞ্জ শাখার সভাপতি অধ্যাপক মোহাম্মদ ইকরামুল ওয়াদুদ। বক্তব্য রাখেন খোয়াই রিভার ওয়াটার কিপার ও বাপা জেলা শাখার সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল, হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, পুরাতন খোয়াই নদী রক্ষা ও পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট আলাউদ্দিন তালুকদার, হাজী মোঃ রমিজ আলী, সাবেক পৌর কমিশনার মোঃ সামছু মিয়া, অ্যাডভোকেট বিজন বিহারী দাস, মোহাম্মদ নোমান মিয়া, মঈনুল হাসান, সংস্কৃতিকর্মী মুক্তাদির হোসেন, শেখ ওসমান গণি রুমি, আজিজুল ইসলাম প্রমূখ। পথসভা সঞ্চালনা করেন বাপা জেলা শাখার যুগ্ম সম্পাদক সিদ্দিকী হারুন।