Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচঙ্গে ফুটবল টুর্নামেন্টের পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে ড. শাহ্ নেওয়াজ সামাজিক অবক্ষয় থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে খেলাধূলায় উদ্বুদ্ধ করতে হবে

স্টাফ রিপোর্টার, বানিয়াচং থেকে ॥ বৃটিশ সরকারের সাবেক প্রিন্সিপাল পলিসি অফিসার ও হবিগঞ্জ-২ আসনের আ’লীগ দলীয় মনোনয়ন প্রত্যাশী ড. মোহাম্মদ শাহ্ নেওয়াজ বলেছেন, খেলাধূলা শরীর ও মনকে বিকশিত করে। সামাজিক অবক্ষয় থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে হলে খেলাধূলায় উদ্বুদ্ধ করতে হবে। সব বয়সের মানুষকে এক কাতারে নিয়ে আসে খেলাধূলা। আজকের খেলায় তরুণরা যে ক্রীড়া নৈপূন্যতা দেখিয়ে আমার দৃঢ় বিশ্বাস একদিন জাতীয় পর্যায়ে স্থান করে নিতে পারবে।
গতকাল মঙ্গলবার বিকেলে বানিয়াচং মানুপুরা মাঠে আতিফ হাসান ফুটবল টুর্নামেন্টের পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. মোহাম্মদ শাহ্ নেওয়াজ এসব কথা বলেন। তমির হোসেনের সভাপতিত্বে অনুষ্টানে অতিথি ছিলেন ব্র্যাক ব্যাংকের ম্যানেজার নাজমূল সাকিব ও যুগান্তর বানিয়াচং প্রতিনিধি তোফায়েল রেজা সোহেল। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন ব্যবসায়ী আব্দুল হান্নান, সোহেল মিয়া, ক্রিকেট তারকা কাওছার আহমদ, ফয়সল আহমদ পলাশ, জুয়েল মিয়া, দেলোয়ার হোসেন প্রমূখ। খেলায় ইউনাইটেড আইডিয়েল ক্লাবকে ট্রাইব্রেকারে ৪-৫ গোলে হারিয়ে নাইন স্টার কাব চ্যাম্পিয়ন হয়। রেপারির দায়িত্ব পালন করেন আফজল হোসেন।