Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নেজামউদ্দিন এডুকেশন ট্রাষ্ট গঠনকালে বক্তাগন ॥ সমাজসেবায় বিত্তবানদের এগিয়ে আসা প্রয়োজন

প্রেস বিজ্ঞপ্তি ॥ গত ১১ মার্চ বিকালে বাহুবল পুটিজুরীতে আল্লামা নেজামউদ্দিন (রঃ) এর বাসভবনে নেজামউদ্দিন এডুকেশন ট্রাষ্ট গঠনের লক্ষে এক পরামর্শক বৈঠক অনুষ্ঠিত হয়। মাওলানা আব্দুল্লাহ আকিলপুরীর সভাপতিত্বে অনুষ্টিত সভায় উপস্থিত ছিলেন মাওলানা নুরুদ্দিন রাগিব, মাওলানা আব্দুল ওয়াদুদ,মাওলানা আব্দুল বছির, মাওলানা শামছুল ইসলাম, মাওলানা আব্দুল আহাদ আজাদ, শামসউদ্দিন তারা মিয়া, মুফতি ওযীরুল ইসলাম, কামাল উদ্দিন, তাহির আলী, বদর উদ্দিন নকীব, হাম্মাদ আমীন প্রমুখ। সভায় আল্লামা নেজাম উদ্দিন (রঃ) এর সুযোগ্য সন্তান বাহুবল উপজেলার ভাইস চেয়ারম্যান হাফেজ মাওলানা শেহাব উদ্দিন সাকিবকে সভাপতি এবং হুজুরের জামাতা ইসলামী রিচার্জ সেন্টারের চেয়ারম্যান মুফতি ওযীরুল ইসলামকে সেক্রেটারী করে ১১ সদস্য বিশিষ্ট উক্ত ট্রাষ্টের একটি কার্যকরী কমিটি গঠন করা হয়। আল্লামা প্রিন্সিপাল হাবিবুর রহমান, মুফতি মাওলানা মাহফুজুল হক, মাওলানা রেজাউল করিম জালালী, মাওলানা আব্দুল্লাহ আকিলপুরী, মাওলানা মুসলেহ উদ্দিন রাজু, মাওলানা মোঃ আনোয়ার আলী, মাওলানা আব্দুল বছির, মাওলানা আব্দুল ওয়াদুদ, মাওলানা আজিজুর রহমান মানিক, মাওলানা আব্দুল্লাহ, মাওলানা জালাল উদ্দিন, মাওলানা ফজলুর করিম, মাওলানা আবিদুর রহমান, মাওলানা নুরুল ইসলাম, মোঃ কামাল হোসেন, মোঃ তারা মিয়া, মোঃ আব্দুল আহাদ সহ বিশিষ্ট আলেম উলামা ও দ্বীনদার বুদ্ধিজীবিদের দিয়ে একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। পরিশেষে আল্লামা নেজাম উদ্দিনের স্মরনে একটি স্মারক প্রকাশের সিদ্ধান্ত গৃহিত হয়।
উক্ত আলোচনা সভায় আলোচকগন বলেন, সমাজসেবায় বিত্তবানদের এগিয়ে আসা প্রয়োজন। তাহলে সাধারন মানুষের আরো উপকার হবে।