Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচঙ্গে কালভার্ট নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১৫

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচং উপজেলা সদর যাত্রাপাশার পশ্চিম গড়পাড় একটি ড্রেন কালভার্ট নির্মাণকে কেন্দ্র করে দু’দল লোকের মধ্যে সংঘর্ষে ১৫জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৫জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদেরকে বানিয়াচঙ্গ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। জানা যায় যাত্রাপাশার বনমথুরা মাঠের পানি নিষ্কাশনের জন্য বানিয়াচং সদর দক্ষিণ পশ্চিম ইউ.পির পশ্চিম গড়পাড়ের রাস্তায় কালভার্ট নির্মানের জন্য এলজিএসপি-২ থেকে অর্থ বরাদ্দ দেয়া হয়। ১২ মার্চ সকালে সংশ্লিষ্ট ঠিকাদার জুয়েল মিয়া নির্ধারিত স্থানে মাটি খুড়ার কাজ করছিলেন। এক পর্যায়ে জাতীয় পার্টি নেতা দুদু মিয়া ৪/৫ ইঞ্চি দক্ষিণ দিকে মাটি খুড়ার জন্য শ্রমিককে নির্দেশ দিলে উপকারভোগী অপর পক্ষ নিকটস্থ বাড়ির মালিক যথাস্থানে মাটি কাটার অনুরোধ করেন। এ নিয়ে বাদানুবাদের এক পর্যায়ে দু’এলাকার লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে। খবর পেয়ে তাৎক্ষনিক বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রন করে। সংঘর্ষে আহত সদর আলী (৫০), আলামীন (২১) আলী আমজদ (২২) কনুরা বেগম (৪৫), মিনারা বেগম (৪৪)কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর দিকে মোস্তাক (৫৬) ফজল (৫০), আয়ুব আলী (৪৮), আরজু মিয়া (৫৬), ঝিনুক মিয়া (২২), দুদু মিয়া (৬৫)সহ আরও ৪/৫ জনকে  প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। ঘটনার পর মূহুর্তে ইউ.পি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন ও মেম্বার ময়না মিয়া ঘটনাস্থল পরিদর্শন শেষে আহতদের হাসপাতালে দেখতে যান। ঘটনাটি স্থানীয় সালিসে নিষ্পত্তির উদ্যোগ নেয়া হয়েছে বলে জানা গেছে।