Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বাহুবলে সিএনজি শ্রমিক ও গ্রামবাসী সংঘর্ষে আহত ৩০

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে সিএনজি শ্রমিক ও হাফিজপুর গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে কমপক্ষে ৩০জন আহত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মিরপুর শ্রমিক সংগঠনের একটি সিএনজি ঢাকা-সিলেট মহাসড়কের হাফিজপুর ষ্ট্যান্ডে যাত্রী নামানোর সময় মাটি বোঝাই একটি ট্রাক্টর মহাসড়ক থেকে গ্রামের রাস্তা দিয়ে প্রবেশ করতে গেলে সিএনজি চালক ও ট্রাক্টর চালকের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে ষ্ট্যান্ডের পাশের দোকান থেকে এসে স্থানীয় কয়েকজন ব্যক্তি সিএনজি চালককে মারধর করে। এ সময় গ্রামবাসী ৪টি সিএনজি ভাংচুর করে। সংঘর্ষ ও ভাংচুরের খবর মিরপুর পৌঁছলে শ্রমিকরা উত্তেজিত হয়ে ঘটনাস্থলে ছুটে যায়। এক পর্যায়ে গ্রামবাসীদের সাথে সিএনজি শ্রমিকদের সংঘর্ষ বাঁধে। ঘন্টাব্যাপি রক্তক্ষয়ী সংঘর্ষে উভয় পক্ষে অন্তত ৩০জন আহত হয়। খবর পেয়ে বাহুবল মডেল থানার ওসি (তদন্ত) আব্দুর রহমান এর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংঘর্ষে অন্তঃসত্ত্বা নাজমা বেগম (৩০), জালাল মিয়া (৩৫), রিমা (১৮), শামিম (২৮)সহ অন্তত ৩০ জন আহত হয়। আহতদের বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়েছে।