Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে এ্যাম্বুলেন্স নিয়ে তোলপাড় যুবলীগ আহবায়ক সেলিমের প্রতিবাদ

ষ্টাফ রিপোর্টার, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন এ্যাম্বুলেন্স উদ্বোধন নিয়ে ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন উপজেলা যুবলীগের আহবায়ক আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম। এক বিবৃতিতে তিনি বলেন, কেন্দ্রীয় আওয়ামীলীগের উপ-সম্পাদক এবং সংরক্ষিত সংসদ সদস্য এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীর ডিও’র ভিত্তিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি অত্যাধুনিক এ্যাম্বুলেন্স বরাদ্দ দেয়া হয়। গত ২২ ফেব্র“য়ারী স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিম আনুষ্ঠানিক ভাবে কেয়া চৌধুরীর নিকট এ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বন ও পরিবশে মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহেদ মালিক এমপি, কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ চৌধুরী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক দীন মোহাম্মদ, নবীগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অর্ধেন্দু দেব।
এদিকে গত ৯ মার্চ উল্লেখিত এ্যাম্বুলেন্স উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু এবং উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরী। এঘটনাকে তিনি হাস্যকর হিসেবে অভিহিত করেন। ফজলুল হক চৌধুরী সেলিম বলেন, এ্যাম্বুলেন্স বরাদ্দ আনলেন এডভোকেট কেয়া চৌধুরী। যা প্রতিষ্ঠিত সত্য। বিধি বহির্ভূত উদ্বোধন প্রক্রিয়ায় তিনি তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করেন।