Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

পাতারিয়া ইসলামী সম্মেলন মাওঃ আনোয়ার আলী ॥ ধর্মীয় শিক্ষা অর্জন ছাড়া ভাল মানুষ সমাজে গড়ে উঠেনা

প্রেস বিজ্ঞপ্তি ॥ গত ৮ মার্চ  সোমবার বিকালে হবিগঞ্জ শহরতলী পুরান পাতারিয়া খাদিমুল কুরআন যুব সংঘের উদ্যোগে এক বিশাল ইসলামী মহা-সম্মেলন গ্রামের স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে। মাওলানা জাফর আহমদ এবং মাওলানা আব্দুল করিম আজহার-এর সভাপতিত্বে এবং মাওলানা কারী ফরিদ আহমদের সহ-সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মোঃ আনোয়ার আলী। প্রধান আকর্ষন ছিলেন মাওলানা মামনুনুল হক (সাহেব জাদায়ে) হবিগঞ্জী। বক্তব্য  রাখেন মুফতি ফয়জুল্লাহ ঢাকা, আল্লামা সাখাওয়াত হোসেন ঢাকা, মাওলানা সিরাজুল ইসলাম মীরপুরী, মাওলানা জুনাইদ আহমদ ঢাকা, মাওলানা হাফিজুল ইসলাম, মাওলানা সাব্বির আহমদ উসমানি, মুফতি বশির আহমদ, মাওলানা মুফতি মাহবুবুর রহমান, মাওলানা আব্দুর রউফ, মাওলানা হোসাইন আহমদ প্রমুখ।
মাওলানা আনোয়ার আলী তার Ÿক্তৃতায় বলেন আজ দেশে ধর্মীয় শিক্ষার গুরুত্ব নেই, ফলে শিক্ষিত লোকের হার বাড়লেও ভাল মানুষের সংখ্যা দ্রুত কমে যাচ্ছে। ফলে জালেমদের সংখ্যা ক্রমশ: বাড়ছে এবং  রাষ্ট্রযন্ত্রের  সকল সেক্টরে চরম দুর্নীতি বিরাজ করছে। তিনি বলেন, দুর্নীতিমুক্ত সমাজ গড়তে কুরআনের চর্চা একান্ত প্রয়োজন। পরিশেষে মোনাজাত পরিচালনা করেন দারুস সুন্নাহ হযরত শাহজালাল (রহ:) নুরানী মাদ্রাসার মুহতামিম ক্বারী মাওলানা ফরিদ আহমদ।