Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নোয়াখাল গ্রামে গৃহবধুকে মারধর স্বামী-দেবর-শ্বশুরের বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়নের নোয়াখাল গ্রামে যৌতুকের জন্য এক গৃহবধুকে মারধর করে আহত করেছে শ্বশুর বাড়ির লোকজন। এব্যাপারে বানিয়াচং উপজেলার আওয়াল মহল গ্রামের গৃহবধু মাজেদা আক্তার (২০) বাদি হয়ে গতকাল মঙ্গলবার দুপুরে হবিগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে মামলা দায়ের করেছে। মামলার আসামীরা হল স্বামী সাজন মিয়া, দেবর সিদ্দিক মিয়া, শ্বশুর তৈয়ব উল্লাসহ ৫ জন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১২ সালে সাজন মিয়ার সাথে মাজেদা আক্তারের বিয়ে হয়। বিয়ের পর সাজন মিয়া বিদেশে চলে যায়। এ সুযোগে যৌতুকের জন্য দেবর সিদ্দিক মিয়া তার উপর শারিরীক নির্যাতন চালায়। সম্প্রতি সাজন মিয়া দেশে ফিরে আসে। গত ১৪ জানুয়ারি সকালে সাজন মিয়া, সিদ্দিক মিয়াসহ অন্যান্য আসামীরা যৌতুকের জন্য মাজেদার উপর নির্যাতন চালিয়ে মারপিট করে কাপড় চোপড়, স্বর্ণালংকার রেখে পিত্রালয়ে পাঠিয়ে দেয়। অনেক চেষ্টা করে বিষয়টি সমাধান না হওয়ায় গতকাল আদালতে মামলা করে। মামলাটি বিজ্ঞ বিচারক মোঃ মাহতাব হোসেন আমলে নিয়ে তদন্ত করার জন্য বানিয়াচং থানার ওসিকে নির্দেশ দেন।