Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চুনারুঘাটের শ্রীবাউর গ্রামে একটি বিদ্যুতের খুটি পরিবর্তনের দাবি

স্টাফ রিপোার্টার ॥ চুনারুঘাট উপজেলার শানখলা ইউপির শ্রীবাউর গ্রামের আব্দুল মান্নানের বাড়ির পাশের বৈদ্যুতিক খুটি পরিবর্তনের জন্য আবেদন করেছেন স্থানীয় লোকজন। গত ২৬ ফেব্র“য়ারী পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজারের কাছে এ আবেদন করা হয়।
আবেদনে শানখলা ইউপির শ্রীবাউর গ্রামের পল্লী বিদ্যুতের গ্রাহক আব্দুল মান্নান জানান, তার বাড়ির পাশের এসটিটি লাইন হতে তার বাড়িতে একটি ড্রপ লাইন গিয়েছে। ওই ড্রপ লাইনের খুটিটির মাথা অর্ধেক অংশ নষ্ট। যাতে যে কোন সময় দূর্ঘটনা ঘটতে পারে। তাই নষ্ট হয়ে পড়া খুটিটি পরিবর্তনের দাবি জানিয়েছেন আব্দুল মান্নান। এদিকে একই বিষয়ে স্থানীয় মধু মিয়া ও তৈয়ব আলী পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিসে খুটি পরিবর্তনের দাবি জানিয়েছেন। অন্যদিকে গ্রাহকরা জানান, খুটি নষ্ট হয়ে যাওয়ার পর পল্লী বিদ্যুতের লোকজন ৩ জন গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। তারা জানান, খুটি পরিবর্তন না করে তাদের সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে কর্তৃপক্ষ।