Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জের শর্বানী দত্তের সিলেট বিভাগের শ্রেষ্ঠ নারী শিক্ষক হিসেবে পদক লাভ

স্টাফ রিপোর্টার ॥ বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ রূপকল্প ২০২১ বাস্তবায়নের লক্ষ্যে প্রতি ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে। এর প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে শিক্ষক, সরকারি কর্মকর্তা, উদ্যোক্তা, জয়িতা ও সাহসী নারী এই পাঁচ ক্যাটাগরিতে গত সোমবার ২৯ জন অগ্রগামী নারীকে সম্মাননা দেয়া হয়। মাল্টিমিডিয়া কাসরুম পরিচালনা, শিক্ষক বাতায়নে কন্টেন্ট আপলোড, সপ্তাহের সেরা শিক্ষক বিবেচনায় তথা শিক্ষকতায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারে বিশেষ অবদানের জন্য শর্বানী দত্তকে সিলেট বিভাগের শ্রেষ্ঠ নারী শিক্ষক হিসেবে সম্মাননা প্রধান করা হয়। শর্বানী দত্ত বাহুবল উপজেলার লামাতাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন।
উল্লেখ্য, তিনি ব্রিটিশ কাউন্সিলের কানেক্টিং কাসরুমস প্রজেক্টে লামাতাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাথে ইউকে তে পার্টনার স্কুল হারল্ডওড এর কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্বরত আছেন। শর্বানী দত্ত সিনিয়র এডঃ রনজিৎ কুমার দত্তের বড় মেয়ে এবং এডঃ জন্টু চন্দ্র দেব এর সহধর্মীনি।