Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শহরে নকল সোনা বিক্রির সময় প্রতারক ছাবু আটক ॥ গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

স্টাফ রিপোর্টার ॥ নকল সোনা বিক্রির প্রতারক চক্রের গডফাদার ছাবু (৩৯)কে জনতা আটক করে গণধোলাই দিয়ে পুলিশ সোপর্দ করেছে। গতকাল সোমবার দুপুরে হবিগঞ্জ সিএনজি স্ট্যান্ড এলাকায় তাকে আটক করে জনতা। ছাহেব আলী ওরফে ছাবু শহরের মোহনপুর গ্রামের ইদ্রিস আলীর পুত্র। এ নিয়ে সে ৫০ বার একই অভিযোগে পুলিশের হাতে আটক হল। আইনের ফাঁক দিয়ে জামিনে বেরিয়ে এসে ফের এসব ব্যবসায় জড়িয়ে পড়ে। জানা যায়, শায়েস্তাগঞ্জ থেকে সিএনজিযোগে শরীফা আক্তার নামে এক মহিলা হবিগঞ্জ সিএনজি ষ্ট্যান্ডে নামার পর ছাবুসহ অন্যান্য প্রতারক চক্র তার পিছু নেয় এবং একটি পুটলা তার সামনে ফেলে দেয়। এ সময় ছাবুর অপর সঙ্গীরা কৌশলে শরীফার সামন থেকে পুটলা তুলে ভেতরে তাকে একটি কাগজ পড়তে দেয়। শরীফা জানান, এটি ছোট একটা চিঠি। চিঠিতে লেখা ছিল, স্বপন বাবু, আমার আদাব নিবেন। আমি বিদেশ থেকে আমার বোনের জন্য ১ জোড়া বালা ও ১ জোড়া কানের দুল বানানোর জন্য স্বর্ণের বিস্কুট পাঠাইলাম। বিস্কুটটি ভাঙ্গাইয়া আমার বোনের জন্য বালা ও কানের দুল বানাইয়া দিবেন। ইতি/
আসলাম।
এসময় ছাবুর সঙ্গী তাকে জানায়, চিঠির লেখা অনুসারে এটি সোনার টুকরা। সে শরীফাকে টুকরোটি কিনে নেয়ার প্রস্তাব দেয়। কিন্তু শরীফা কিনতে রাজী না হলে তার উপর চাপ প্রয়োগ করে প্রতারকরা। এসময় শরীফার সাথে বাকবিতন্ডার এক পর্যায়ে স্থানীয় লোকজন বিষয়টি অবগত হন এবং ছাবুকে আটক করে পুলিশে দেন। এসময় ছাবুর অন্য সঙ্গীরা পালিয়ে যায়।