Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে মহান স্বাধীনতা দিবস ও বঙ্গবন্ধুর জন্ম বার্ষিকী পালনে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা

নবীগঞ্জ প্রতিনিধি ॥ ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস এবং ১৭ মার্চ জাতীর জনক বঙ্গবন্ধুর জন্ম বার্ষিকী যথাযথ মর্যাদায় উদযাপন উপলক্ষে গতকাল রবিবার দুপুরে নবীগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতি ও মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্টিত সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য এমএ মুনিম চৌধুরী বাবু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর চৌধুরী, নবীগঞ্জ থানার অফিসার ইনর্চাজ মোঃ লিয়াকত আলী, প্রাক্তণ চেয়ারম্যান ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রউপ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী, মুক্তিযোদ্ধা কমান্ডার নুর উদ্দিন (বীর প্রতিক), আওয়ামীলীগের সাবেক সভাপতি অধ্যাপক মুজিবুর রহমান, জাপার সদস্য সচিব মাহমুদ চৌধুরী ও নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এটিএম সালাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কৃষকলীগ নেতা শেখ শাহানুর আলম ছানু, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম, প্রাইমারী শিক্ষা অফিসার আব্দুর রাজ্জাক, আনসার ভিডিপি অফিসার আব্দুর রাজ্জাক প্রমূখ। সভায় মহান স্বাধীনতা দিবস এবং জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম বার্ষিকী যথাযথ মর্যাদায় পালন করার সিদ্ধান্ত হয়। এছাড়া মহান স্বাধীনতা দিবসে সরকারী, বেসরকারী, স্বায়িত্তশাসিতসহ বিভিন্ন প্রতিষ্টানে যথাযথ ভাবে জাতীয় পতাকা উত্তোলনের জন্য আহ্বান জানানো হয়েছে। এছাড়াও সঠিক মাপে যথাযথভাবে পতাকা উত্তোলনকারী প্রতিষ্টানদেরকে পুরস্কার প্রদান এবং পতাকা উত্তোলন না করা প্রতিষ্টানকে মোবাইল কোর্টের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।