Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

নবীগঞ্জ প্রতিনিধি ॥ ‘‘নারীর ক্ষমতায়ন-মানবতার উন্নয়ন’’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস ২০১৫ উদযাপন উপলক্ষে গতকাল রবিবার সকালে নবীগঞ্জ উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এবং উপজেলা নারী উন্নয়ন ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। র‌্যালীটি শহরের গুরুত্বপুর্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের হল রোমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ লুৎফর রহমানের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহমিদা ইয়াছমিনের পরিচালনায় অনুষ্টিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জাতীয় পার্টির সভাপতি এমএ মুনিম চৌধুরী বাবু এমপি। বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি নাজমা বেগম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও পৌর কাউন্সিলর এটিএম সালাম ও ইউপি চেয়ারম্যান এড. জাবিদ আলী। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার হাসনা হেনা, নবীগঞ্জ আদর্শ প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষক আলী আমজাদ মিলন, উপজেলা নারী উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক মরিয়ম বেগম, কাউন্সিলর জাকিয়া আক্তার লাকী, সাংবাদিক মতিউর রহমান মুন্না প্রমুখ। প্রধান অতিথির বক্তৃতায় এমএ মুনিম চৌধুরী বাবু বলেছেন, অতিতের চেয়ে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমানে নারীরা অনেক দুর এগিয়ে রয়েছে। দেশের সর্ব ক্ষেত্রে নারীদের অবদান অপরিসীম। তিনি নারীদের উন্নয়নে সেলাই মেশিনসহ সর্বাত্মক সহযোগীতার আশ্বাস দেন।