Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

জাপার মনোনয়ন ফরমের দাম ২০ হাজার টাকা

এক্সপ্রেস ডেস্ক ॥ ২০ হাজার টাকার বিনিময়ে আসন্ন জাতীয় নির্বাচনের প্রার্থী মনোনয়নের আবেদনপত্র বিক্রি করবে জাতীয় পার্টি। আজ ২০ নভেম্বর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয় থেকে আবেদনপত্র ‘বিতরণ’ করা হবে। গতকাল মঙ্গলবার বিকালে দলটির চেয়ারম্যানের রাজনৈতিক সচিব সুনীল শুভ রায় এ তথ্য নিশ্চিত করেছেন। আগ্রহী প্রার্থীদের ২৬ নভেম্বরের মধ্যে মনোনয়ন আবেদনপত্র চেয়ারম্যানের কার্যালয়ে জমা দিতে হবে। আবেদনপত্র জমাদানকারী প্রার্থীদের সাক্ষাৎকার নেয়া হবে ২৭ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত। প্রার্থী মনোনয়ন করতে ইতোমধ্যে জাপার আট জন সভাপতিমণ্ডলীর সদস্যের সমন্বয়ে একটি পার্লামেন্টারি বোর্ড গঠন করা হয়েছে বলে জানিয়েছেন সুনীল রায়, যার নেতৃত্বে থাকছেন এরশাদ স্বয়ং। বোর্ডের অন্যান্য সদস্যরা হলেন রওশন এরশাদ, কাজী জাফর আহমদ, জিএম কাদের,আনিসুল ইসলাম মাহমুদ, এবিএম রুহুল আমিন হাওলাদার, এম এ সাত্তার ও মুজিবুল হক চুন্নু। প্রার্থী বাছাই শেষে আগামী ১ ডিসেম্বর এরশাদ সংবাদ সম্মেলনের মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী ইশতেহার প্রকাশ করবেন বলে জানিয়েছেন সুনীল। প্রসঙ্গত, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির অংশগ্রহণের বিষয়ে ইতোমধ্যে দলের অবস্থান স্পষ্ট করেছেন পার্টির চেয়ারম্যান ও সাবেক সামরিক শাসক হুসেইন মুহাম্মদ এরশাদ। বিএনপি অংশগ্রহণ না করলে জাতীয় পার্টিও নির্বাচনে যাবে না বলে এর আগে ঘোষণা দিলেও সোমবার এক সংবাদ সম্মেলনে এরশাদ বলেন, ‘জাতীয় পার্টি নির্বাচনমুখী দল। আমরা নির্বাচনে বিশ্বাসী। নির্বাচন না করলে দল থাকে না, কর্মী থাকে না।’