Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচঙ্গের মুরাদপুরে মেলায় জুয়ার খেলাকে কেন্দ্র ॥ কেন্দ্র করে দু’দলের সংঘর্ষে রণক্ষেত্র ॥ আহত অর্ধশতাধিক

কাজী মিজানুর রহমান ॥ বানিয়াচং উপজেলার মুরাদপুর গ্রামে মেলায় জুয়ার বোর্ড বসানোকে কেন্দ্র করে দু’দলের সংঘর্ষে কমপক্ষে অর্ধশতাধিক  আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় টেটাবিদ্ধ ৫ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্যান্যদের হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার মুরাদপুর গ্রামে মিন্টু ফকিরের মেলা অনুষ্ঠিত হয়। সেখানে জুয়ার বোর্ড বসায় ওই এলাকার পশ্চিম পাড়ার একটি প্রভাবশালী একটি মহল। এসময় মুরাদপুর এলাকার পূর্ব পাড়ার লোকজন জোয়ার বোর্ড না বসানোর জন্য তাদের অনুরোধ করে। এ নিয়ে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি এক পর্যায়ে মুরাদপুর পশ্চিম পাড়ার লোকজন উত্তেজিত হয়ে পূর্বপাড়ার লোকজনের উপর হামলা চালায়। ঘটনাটি সালিসে নিষ্পত্তির উদ্যোগ নেয়া হয়। কিন্তু একটি পক্ষ তা মেনে নেয়নি। গতকাল শনিবার দুপুরে আবারো সালিস বৈঠকে আয়োজন করা হলে জাফর মিয়ার পক্ষের ফারুক মিয়া ও সেলু মিয়ার সাথে সোহেল মিয়ার কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে জাফর মিয়া ও সেলু মিয়ার লোকজন পূর্বপাড়ার লোকজনের উপর অতর্কিত হামলা চালায়। পরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র¿ নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক আহত হন। আহতদের মধ্যে টেটাবিদ্ধ আলীনুর মিয়া, মইন উদ্দিন, সুবল কাজী, আবুল কালাম, জিয়াউর রহমান, মোশাহিদ মিয়া, শহীদ চৌধুরী, অন্তর মিয়া, ছাবেদ মিয়া, মাহফুজ মিয়া, বাচ্চু মিয়া, রেদু মিয়া, মুন্না চৌধুরী, শাহিন উদ্দিন, আলমগীর মিয়া, মিজানুর, নুরুল হক ও মিন্টু মিয়াকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বানিয়াচং থানার ওসি নির্মলেন্দু চক্রবর্তী জানান, বর্তমান পরিস্থিতি শান্ত রয়েছে।