Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নামজারী আপিল মোকদ্দমার রায় বাস্তবায়নে গড়িমসি ॥ নবীগঞ্জ ইউএনও’র পদক্ষেপে ২ বছরের হয়রানির অবসান

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নামজারী আপিল মোকদ্দমার রায় বাস্তবায়নে নবীগঞ্জ ভূমি অফিসের জনৈক সহকারীর গড়িমসির কারণে হয়রানির শিকার বেলায়েত হোসেন বুলবুল ২ বছর পর নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের তড়িৎ পদক্ষেপে হয়রানি থেকে মুক্তি লাভ করেছেন। জানা যায়, নবীগঞ্জ ওসমানী রোডের বেলায়েত হোসেন বুলবুল হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বরাবরে ০২/১২ ইং  নামজারী আপিল মোকদ্দমা দায়ের করেন। বিজ্ঞ অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ২৮/০১/১৩ ইং তারিখে আপিল আবেদনের চূড়ান্ত রায় প্রদান করেন যা ৭৭২ নং স্মারকে ১০/০৪/১৩ ইং তারিখে নবীগঞ্জ উপজেলা ভূমি অফিসে আদেশ তামিলের জন্য প্রেরণ করা হয়। কিন্তু প্রায় ২ বছর হলেও সে আদেশের কপিটি উপজেলা ভূমি অফিসের সহকারী বিজন দাশের টেবিলে চাপা পড়ে থাকায় তা বাস্তবায়ন হয়নি। নানা অজুহাতে আপিল আবেদনের আদেশ কার্যকারিতা লাভ করেনি। বেলায়েত হোসেন বুলবুল বারবার উপজেলা ভূমি অফিসে ধর্না দিয়েও ফলোদয় হয়নি। অবশেষে তিনি গত ০৩ মার্চ নামজারী আপিল মোকদ্দমার রায় বাস্তবায়নে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর দায়িত্ব পালনরত উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত আবেদন করলে ইউএনও মোহাম্মদ লুৎফুর রহমান ০৪/০৩/১৫ইং তারিখে স্মারক নং ২৫০ (২) এ প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য সার্ভেয়ার ও ইউনিয়ন ভূমি সহকারী অফিসারকে নির্দেশ প্রদান করেন। আর এতে করে ২ দিনের মধ্যেই ভূক্তভোগী বেলায়েত হোসেন বুলবুলের ২ বছরের হয়রানির অবসান ঘটে।