Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা চুনারুঘাটের পারুলের

চুনারুঘাট প্রতিনিধি ॥ আদালতের গ্রেপ্তারী পরওয়ানা মাথায় নিয়েই একের পর এক অপকর্ম করে যাচ্ছে চুনারুঘাটের পুর্বাঞ্চলের কুখ্যাত সন্ত্রাসী কালু। প্রশাসন ও জন প্রতিনিধিরা তার কাছে অসহায়। পুলিশ বিভিন্ন অভিযোগে কালুকে বার কয়েক গ্রেপ্তার করেছে, কিন্তু থানায় বেশীক্ষণ আটকিয়ে রাখতে পারেনি। এতে কালুর অপরাধের রাজ্য বিস্তৃৃত হচ্ছে দ্রুত। কালুর বাড়ী উপজেলার মিরাশি ইউনিয়নের সৈয়দাবাদ গ্রামে। তার বাবার নাম আজিম উল্লা। এলাকাবাসি জানান, সন্ত্রাসী কালুর বিরুদ্ধে থানায় ওই ইউনিয়নের নরসিংহের গাও গ্রামের জনৈকা পারুল বেগম বিগত বছরের ১৭ সেপ্টেম্বর প্রাণনাশের হুমকী দেয়ায় মামলা দায়ের করলে পুলিশ মামলাটি নন এফআইআর গণ্য করে ২৩ সেপ্টেম্বর অভিযোগ পত্র দাখিল করে। এ মামলায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারী পরওয়ানা জারি করেন। মামলাটি তুলে নেয়ার জন্য কালু পারুল বেগমকে চাপ দিয়ে আসছিলো। কিন্তু পারুল তার কথা না শুনায় ক্ষিপ্ত হয়ে কালু দলবল নিয়ে গত ৬ ফেব্র“য়ারী তার ঘরবাড়ী দখল করতে যায়। এক পর্যায়ে সে পারুল বেগমের বাড়ীর দেয়াল ভেঙ্গে দেয়। পারুল বেগম সন্ত্রাসী কালুর ভয়ে বর্তমানে চুনারুঘাট সদরে এক আত্মীয়ের বাসায় আত্মগোপন করে আছেন। তার বিরুদ্ধে গতকাল শনিবার চুনারুঘাট থানায় আরো একটি মামলা করেছেন পারুল বেগম। কালুর বিরুদ্ধে ২০০৬ সালে সৈয়দাবাদ গ্রামের আজগর আলী, ২০০৮ সালে একই গ্রামের হাছান আলী খান ও রোকেয়া খাতুন মামলা দায়ের করেছিলেন। কালু হামলা চালিয়ে তাদের হাত কেটে দিয়েছিল। প্রতিটি মামলায় তার বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। এছাড়া তার বিরুদ্ধে আরো মামলা রয়েছে বলে পুলিশ ও এলাকাবাসি সুত্রে জানা গেছে। এতসব মামলা থাকার পরও কালু এলাকা দাবড়িয়ে বেড়াচ্ছে। থানার এক দারোগা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, কালুর বিরুদ্ধে আদালতের সমন জারির নোটিশ নিয়ে গেলে সে একবার পুলিশের উপর চড়াও হয়েছিল। এ ব্যাপারে মিরাশি ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী কালুর ব্যাপারে মুখ খুলতে নারাজ। পারুল বেগম বলেন, তার স্বামী একজন সরকারী চাকুরে। বাড়ীতে একা থাকার সুযোগে কালু তার বাড়ীর দখলে নিতে সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। তিনি এখন চরম নিরাপত্তাহীন। এ ব্যাপারে তিনি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।