Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে সনাতনী নেতাদের সাথে এমপি বাবুর মতবিনিময়

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ-বাহুবল নির্বাচনী এলাকার সংসদ সদস্য ও হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির সভাপতি এম এ মুনিম চৌধুরী বাবু বলেছেন, ধর্মীয় সম্প্রীতিতে বাংলাদেশ এশিয়া মহাদেশে সেতুবন্ধন স্থাপন করেছে। চলমান উন্নয়ন কর্মকান্ডকে ব্যহত করার ষড়যন্ত্রকে প্রতিহত করতে হবে। ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশকে এগিয়ে নিতে হবে। তিনি গতকাল দুপুরে উপজেলার কুর্শি ইউনিয়নের গহরপুর গ্রামে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন। সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ি ও সমাজসেবক নিতাই রায়। সোনার বাংলা একাডেমি এন্ড জুনিয়র হাইস্কুলের সহকারী শিক্ষক অঞ্জন রায়ের সঞ্চালনায় বক্তব্য দেন, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক এম এ বাছিত, নবীগঞ্জ পল্লী বিদ্যুতের সাবেক পরিচালক মোঃ দুদু মিয়া চৌধুরী, কুর্শি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কামাল হাসান চৌধুরী, হিমাংশু রায়, কাঁচামনি রায়, রণ রায়, সুধীন দাশ, সুমন দাশ, রিংকু দাশ প্রমূখ। মতবিনিময় শেষে স্থানীয় পূজারীদের ঐতিহাসিক শতবছরের ধর্মীয় স্থান ভৈরব গাছতলায় মন্দির নির্মাণ, মাঠি ভরাট প্রকল্প স্থান পরিদর্শন করেন সংসদ সদস্য মুনিম চৌধুরী বাবু। এসময় তিনি প্রাথমিক পর্যায়ে মাঠি ভরাটের জন্য দুইটন গম বরাদ্দের ঘোষণা দেন। এছাড়্ওা মন্দিরের জন্য নির্ধারিত আংশিক দখলীয় ভূমি অবমুক্তকরণ, রাস্তা সংস্কার এবং মন্দির নির্মানে সহায়তার আশ্বাস দেন।