Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বাহুবলে বীমার টাকা নিয়ে গ্রাহকের অভিযোগ

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার স্বস্থিপুর গ্রামের শাকিরা খানম নামে এক দরিদ্র মহিলার বীমা টাকা নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। তিনি ডেল্টা লাইফ ইনসিওরেন্স কোং লিঃ এর গণ-গ্রামীণ বীমা ডিভিশনের ডুবাঐ বাজারের দক্ষিণে নাছির ভিলায় অবস্থিত শাখা অফিসে (কোড ২৬১১৮৩) ১০ বছর মেয়াদি একটি পলিসি (নং ৬০এ০০৭০০)) করেন। মেয়াদ ফুর্তি হলে ২২ হাজার ২শ ২৫ টাকা দু দফায় উত্তোলন করেন। কিন্তু এই পলিসির কোন লাভ পাননি। গ্রাহক অভিযোগ করে জানান- ‘লাভসহ ২৯ হাজার ৭শ ২২ টাকা হয়। কিন্তু আমার লাভের টাকা চাইলে ম্যানেজার জামাল উ্িদ্দন আর টাকা পাব না বলে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে বিদায় করে দেন। অথচ ২৯ হাজার ৭শ ২২ টাকার উপরই আমার স্বার তারা নিয়েছে।’ বিষয়টি উর্ধতন মহলে অভিযোগ দিয়েও কোন সন্তোষ জনক কোন সাড়া পাইনি। এ ব্যাপারে জামাল উদ্দিনের সাথে আলাপ করলে তিনি বলেন আমরা ওই গ্রাহককে বিধি মোতাবেক টাকা ফেরত দিয়েছি। ওই মহিলা পাগলামী শুরু করেছে। এ নিয়ে গ্রাহকের মাঝে চলছে অস্থিরতা।